• লগ্নির টোপ দিয়ে ৬৪ লক্ষের প্রতারণা, ধৃত ‘ভুয়ো’ এজেন্ট
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেয়ারবাজারে লগ্নি করলে মোটা টাকা রিটার্ন মিলবে। এই প্রলোভনের ফাঁদে পড়ে ৬৪ লক্ষ টাকা প্রতারণার শিকার হলেন ঠাকুরপুকুরের এক ব্যবসায়ী। এনিয়ে সাইবার থানায় অভিযোগ জানান ব্যবসায়ী সুব্রত ঘোষ (৫৯)। তার ভিত্তিতে তদন্তে নেমে বারাকপুর থেকে এক ভুয়ো লগ্নি এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম স্নেহাশিস হালদার। 

    পুলিস সূত্রে খবর, শেয়ারবাজারে লগ্নির জন্য ইউটিউব দেখছিলেন ওই প্রৌঢ় ব্যবসায়ী। একটি ভিডিও থেকে তিনি একটি অ্যাপভিত্তিক গ্রুপের কথা জানতে পারেন। সেই অ্যাপ ডাউনলোড করার পর সেখান থেকেই স্নেহাশিসের সঙ্গে পরিচয় হয় তাঁর। লগ্নি এজেন্ট হিসেবে পরিচয় দেন স্নেহাশিস। প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা লগ্নির জন্য দেন সুব্রত। তার পরিপ্রেক্ষিতে মোটা টাকা রিটার্ন জমা হয় ব্যবসায়ীর অ্যাকাউন্টে। এরপরে ধীরে ধীরে মোট ৬৪ লক্ষ টাকা লগ্নি করেন তিনি। কিন্তু, এরপরেই যোগাযোগ বন্ধ করে দেন অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে যে অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে, সেটিকে ট্র্যাক করতে শুরু করে লালবাজার। দেখা যায়, অ্যাকাউন্টটি স্নেহাশিসেরই। এরপরেই শনিবার রাতে ভুয়ো ওই এজেন্টকে পাকড়াও করে পুলিস।
  • Link to this news (বর্তমান)