ক্রেতার হাতে শ্লীলতাহানির শিকার মহিলা দোকানকর্মী, গ্রেপ্তার অভিযুক্ত
বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাগুইআটিতে ক্রেতার হাতে শ্লীলতাহানির শিকার হলেন এক মহিলা দোকানকর্মী। অভিযোগ দায়ের হওয়ার পরই পুলিস ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আজিজুল মল্লিক। তাঁর বাড়ি রাজারহাটে। ঘটনাটি ঘটেছে শনিবার। ধৃত আজিজুল একটি ফিল্টার কেনার জন্য একটি কিচেন চিমনির দোকানে গিয়েছিলেন। দোকানে সেই ফিল্টার ছিল না। তার জন্য মহিলা দোকানকর্মী তাঁকে বলেন, পাশের গোডাউনে স্টক আছে। আজিজুল তাঁর সঙ্গে গোডাউনে যান।
অভিযোগ, মহিলা কর্মী যখন তাঁকে ফিল্টার দেখাচ্ছিলেন, তখন তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরেন অভিযুক্ত। শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শও করেন। মহিলা কর্মী চিৎকার করলে, তাঁর মুখ ও গলা চেপে ধরে শ্বাসরোধ করেন অভিযুক্ত। কোনওরকমে হাত ছাড়িয়ে তিনি বাইরে বেরিয়ে গিয়ে গোডাউনের শাটার নামিয়ে দেন। এরপর মহিলার চিৎকারে আশপাশের লোকজন এসে অভিযুক্তকে ধরে ফেলেন। তারপর পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। তারপর লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত আজিজুলকে গ্রেপ্তার করা হয়।