• কাকদ্বীপ, পাঁচলা থেকে দু’জন করে খুদে যাচ্ছে মালয়েশিয়ায়
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ ও উলুবেড়িয়া: বাংলার যোগাসনের জন্য সুখবর। দুই দফায় দু’জন করে খুদে প্রতিযোগী কাকদ্বীপ এবং পাঁচলা থেকে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে মালয়েশিয়ায়। তার মধ্যে কাকদ্বীপ থেকে যাচ্ছে রূপায়ণ রাজ ও বর্ণিতা ঘরামি। তাদের প্রতিযোগিতাটি হবে অক্টোবর মাসে। অন্যদিকে পাঁচলার ‌ভাস্কর গোলুই এবং দীপান্বিতা সাঁপুই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই যাবে মালয়েশিয়ায়।

    জানা গিয়েছে, ১৩ ও ১৪ আগস্ট কেরলের রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে জাতীয় যোগাসন প্রতিযোগিতায় প্রতিটি রাজ্য থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সেখানে সাব জুনিয়র ‘এ’ বিভাগে বালকদের মধ্যে রূপায়ণ ও বালিকাদের মধ্যে বর্ণিতা প্রথম স্থান অধিকার করেছে। রূপায়ণ কাকদ্বীপের নেতাজি গ্রাম পঞ্চায়েতের শিবনগরের বাসিন্দা। অন্যদিকে বর্ণিতা কাকদ্বীপেরই সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের খিরিশতলায় থাকে। রূপায়ণ প্রথম ও বর্ণিতা চতুর্থ শ্রেণির ছাত্রী। 

    তাদের যোগাসনের শিক্ষক অরিন্দম ঘাটা বলেন, পড়াশোনার পাশাপাশি দু’জনেই মন দিয়ে যোগাসন অনুশীলন করত। ওদের পরিবারও এক্ষেত্রে খুবই সহযোগিতা করেছে। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন, রূপায়ণ ও বর্ণিতা কাকদ্বীপের গর্ব। জাতীয় স্তরে তারা রাজ্যের নাম উজ্জ্বল করেছে। আগামী দিনে বিদেশেও পাড়ি দিতে চলেছে। এক্ষেত্রে তাদের সব রকমের সাহায্য করা হবে। অন্যদিকে, ‌‌পাঁচলা ব্লকের সন্ধিপুরের বাসিন্দা ভাস্কর গোলুই এবং জয়নগরের বাসিন্দা দীপান্বিতা সাঁপুই এখন নিয়মিত, মন দিয়ে যোগাসন অভ্যাস করে চলেছে। কারণ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই মালয়েশিয়ায় আর্ন্তজাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশ নেবে তারা। দুই পরিবারেই অর্থনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে। তাই আগে এই সুযোগ এলেও তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। তবে এবার আত্মীয় পরিজন থেকে আশেপাশের লোকজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাই দু’জনে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদের যোগ শিক্ষিকা টুসি ধারা জানান, ছোটবেলা থেকেই দু’জনে যোগাসনের প্রতি আগ্রহী। তবে অত্যন্ত দরিদ্র পরিবারের হওয়ায় নানা ধরনের প্রতিবন্ধকতাকে ওরা জয় করেই যোগাসন শিখছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)