• ভালবেসে বিয়ের পর লাগাতার অত্যাচার! স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার বাগদার যুবক
    আনন্দবাজার | ১৮ আগস্ট ২০২৫
  • ভালবেসে বিয়ে। কিন্তু বিয়ের কিছু দিন পর থেকে স্ত্রীর সঙ্গে অশান্তি স্বামীর। বধূকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে খুন করে ফেলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বাগদা থানার ঘটনা।

    পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম গনি খান মণ্ডল। শনিবার গনির স্ত্রী হাসিনা মণ্ডলের দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যান বাপের বাড়ির লোকজন। তাঁরা অভিযোগ করেছেন, জামাই খুন করেছেন মেয়েকে। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১১ বছর আগে গনি ও হাসিনার বিয়ে হয়। তার আগে দীর্ঘ দিন দু’জনে সম্পর্কে ছিলেন। গনির বাড়ি উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায়।

    তবে ভালবেসে বিয়ে করায় গনির স্ত্রীকে তাঁর পরিবার প্রথম দিকে মেনে নেয়নি। অন্য দিকে, বিয়ের কিছু দিনের মধ্যে স্ত্রীর উপর অত্যাচার শুরু করেন গনি। মৃতার বাপের বাড়ির এক সদস্যের কথায়, ‘‘বিয়ের কিছু দিন পর থেকেই গনি হাসিনার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত। গতকাল (শনিবার) পরিবারের লোকেরা হাসিনার মৃত্যুর খবর পাই।’’ হাসিনার দিদি বলেন, ‘‘আমরা গনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নির্যাতন করে আমার বোনকে মেরে ফেলেছে ও।’’
  • Link to this news (আনন্দবাজার)