‘তুই মর না’! হোয়াট্সঅ্যাপ বার্তার পর মৃত্যু যুবকের, প্ররোচনা দেওয়ার অভিযোগ, সোদপুরে পাকড়াও প্রেমিকা
আনন্দবাজার | ১৮ আগস্ট ২০২৫
এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল উত্তর ২৪ পরগনার খড়দহ থানা এলাকায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এক তরুণীকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। অভিযোগ, ঝগড়া করে হোয়াট্সঅ্যাপে প্রেমিককে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, সোদপুর এলাকার বাসিন্দা এক তরুণীর সঙ্গে সেখানকার স্থানীয় এক যুবকের দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। কোনও কারণে যুগলের মধ্যে গন্ডগোল হয়। যুবকের পরিবারের দাবি, শনিবার রাতে হোয়াট্সঅ্যাপে কথোপকথনে একপ্রস্ত ঝগড়া হয় দু’জনের। তখন যুবককে মরে যেতে বলেছেন প্রেমিকা। সেই অভিমানেই নাকি নিজের ঘরে আত্মঘাতী হন বিবেক দাস নামে যুবকটি।
রবিবার সকালে ঘর থেকে ছেলের দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়ে পরিবার। কয়েক জন আত্মীয় ও বন্ধুকে নিয়ে পরিবারের সদস্যেরা হাজির হন মৃতের প্রেমিকার বাড়ির সামনে। শুরু হয় বিক্ষোভ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ।
শেষমেশ লিখিত অভিযোগের প্রেক্ষিতে তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যুবকের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।