• দেহ উদ্ধার মন্ত্রীর পারিবারিক গাড়িচালকের, রহস্য
    আনন্দবাজার | ১৮ আগস্ট ২০২৫
  • রাজ্যের পরিবহণ প্রতিমন্ত্রীর পারিবারিক গাড়িচালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পৈলানহাটে বাড়ি থেকে উদ্ধার হয় মন্টে কর (৩৮) নামে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। রবিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক সময়ে পরিবহণ প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের গাড়ি চালাতেন মন্টে। শনিবার সন্ধ্যায় তিনি বাড়িতেই ছিলেন। কিন্তুসন্ধ্যার পরেও দীর্ঘক্ষণ দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তাঁরা মন্টের ঘরের দরজায় ধাক্কা দিতে সেটি খুলে যায়। তখনই পরিজনেরা সিলিং পাখার সঙ্গে মন্টের ঝুলন্ত দেহ দেখেন।

    পরিবহণ প্রতিমন্ত্রী বলেন, ‘‘মন্টের সঙ্গে আমার ও আমার পরিবারের প্রায় ১৮ বছরের সম্পর্ক। এক সময়ে আমার গাড়ি চালাত। বছর চারেক আগে আমি মন্ত্রী হওয়ার পরে সরকারি চালক দেওয়া হয়েছিল। তার পর থেকে মন্টে পরিবারের সদস্যদের গাড়ি চালাত।’’ দিলীপ জানান, মন্টে অর্থকষ্টে ভুগছিলেন বলে এই ঘটনার পরে তিনি শুনেছেন। কিন্তু সে ব্যাপারে মন্টে তাঁকে কখনও কিছু জানাননি। দিলীপ বলেন, ‘‘আমার নিরাপত্তারক্ষীদের সঙ্গে মেলামেশা ছিল মন্টের। তাঁদের কয়েক জনের কাছ থেকে আর্থিক অনটনের বিষয়টি শুনি।’’

    বিষ্ণুপুর থানা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ জমা পড়েনি। আপাতত মন্টের স্ত্রী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)