• চাল নিয়ে ৪৭ লক্ষ টাকা মেটাননি ব্যবসায়ী! গ্রেফতার করল পুলিশ
    আনন্দবাজার | ১৮ আগস্ট ২০২৫
  • চাল নিয়ে ৪৭ লক্ষ টাকা না মেটানোয় এক ব্যবসায়ীকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম দীপঙ্কর হালদার। মুর্শিদাবাদের ফরাক্কা থানার রেলওয়ে কলোনিতে তাঁর বাড়ি। শুক্রবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে পাঁচ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের দু’দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের তেজগঞ্জ বাইপাশ মোড় এলাকার বাসিন্দা রাজু সাউয়ের সঙ্গে দী র্ঘদিন ধরে দীপঙ্করের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। রাজুর চালের ব্যবসা রয়েছে। তিনি দীপঙ্করকে ৪৭ লক্ষ ৩২ হাজার ৬৮৫ টাকার চাল পাঠান। ব্যবসায়িক মন্দার কারণে কিছু দিন পর চালের টাকা মেটানোর আশ্বাস দেন দীপঙ্কর। তার পর দীর্ঘদিন কেটে গেলেও তিনি চালের দাম মেটাননি। উল্টে টাকা চাইতে গেলে রাজুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। এমনকি তাঁকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে তিনি বর্ধমান সিজেএম আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে মামলা রুজু করে তদন্তে নামে বর্ধমান থানা। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে নোটিস পাঠিয়ে থানায় ডেকে পাঠায় পুলিশ। কিন্তু তিনি থানায় হাজির হয়নি বলে পুলিশের দাবি।
  • Link to this news (আনন্দবাজার)