• SSC ভবন অভিযানের আগেই গ্রেপ্তার ‘যোগ্য’ শিক্ষকদের আন্দোলনের নেতা সুমন, বাড়িতে পুলিশের তল্লাশি
    এই সময় | ১৮ আগস্ট ২০২৫
  • SSC ভবন অভিযানের আগেই গ্রেপ্তার সুমন বিশ্বাস। আন্দোলনরত চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের সংগঠনের কনভেনার সুমন বিশ্বাসকে আটক করল পুলিশ। পরিবার সূত্রে খবর, কলকাতা যাওয়ার পথে আদিসপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে তাঁকে। সুমনের খোঁজে তল্লাশি চালাচ্ছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ।

    একইসঙ্গে সোমবার ভোরে ‘যোগ্য’ শিক্ষক সুমন বিশ্বাসের চুঁচুড়ার কোদালিয়ার বাড়িতে হানা দেয় পুলিশ। সুমন সেই সময় বাড়িতে ছিলেন না। পরে তাঁকে আটক করার খবর আসে। সুমনের ভাই সঞ্জয়ের অভিযোগ, ‘দাদাকে পুলিশ গ্রেপ্তার করার পর কোনও কথা বলতে দেয়নি। কোন থানায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে তাও জানানো হয়নি। আমরা তাঁকে খুঁজে বেড়াচ্ছি।’

    রবিবার বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অণীশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেন। পুলিশের অভিযোগ, আজ, সোমবারের এসএসসি অভিযানে গোলমাল হতে পারে এবং পুলিশকে বোমা মারার হুমকি শোনা যায় ওই অডিয়োতে। (যদিও সেই ভিডিয়ো ক্লিপিংয়ের সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন)।

    ‘যোগ্য’ শিক্ষকদের দাবি, তাঁরা আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করলেও পুলিশ অকারণে হিংসার আশঙ্কা করছে। সুমন বিশ্বাস বেথুয়াডহরি মেজপোতা হাইস্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক। রবিবার তিনি দাবি করেছিলেন, ওই অডিয়ো তাঁদের সংগঠনের নয়। সেটি কার তা তদন্ত করা হোক। রবিবারই তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁকে পুলিশ গ্রেপ্তার করতে পারে।

    সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের অভিযোগ, তাঁদের মা অসুস্থ। দুষ্কৃতীদের বাড়িতে যে ভাবে পুলিশ তল্লাশি চালায়, তাঁদের বাড়িতে ঢুকে সেই ভাবে তল্লাশি চালিয়েছে পুলিশ। সঞ্জয়ের প্রশ্ন, ‘আমার দাদার অপরাধ কী? তিনি শান্তিপূর্ণ আন্দোলন করছেন।'

  • Link to this news (এই সময়)