বাংলা ছবিতে ফিরছেন শান্তনু মৈত্র। ফিরছে তাঁর সুরের ম্যাজিক। সৌজন্যে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। পথিকৃৎ বসুর পরিচালনায় এই ছবিতে বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করবেন জিৎ। শান্তনুর কথায়, ‘গল্প বিষয়টাই বরাবর আমাকে সিনেমার দিকে টেনেছে। স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাঙ্ক ডাকাত, সেখান থেকে চলচ্চিত্র প্রযোজক হয়ে ওঠা অনন্ত সিংহের অসাধারণ এই যাত্রা আমাকে মুগ্ধ করেছে। জিতের সঙ্গে প্রথমবার কাজ করার অপেক্ষায় আছি।’ পরিচালক বলেন, ‘আমি শান্তনুদার কাজের অনুরাগী। ওঁর তৈরি প্রতিটি মিউজিকই যেন কাহিনি, আবেগ এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের এক নিখুঁত মেলবন্ধন। তিনি এই ছবিতে যে জগৎ নির্মাণ করছেন তা সকলের ভালো লাগবে।’