নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাদ্র মাসের গরম শুরু থেকেই টের পাচ্ছে কলকাতাবাসী। গত দু-তিন দিন থেকেই গরমে হাঁসফাঁস অবস্থা। সোমবার সেই পরিস্থিতির খুব বেশি ব্যতিক্রম হওয়ার আশা নেই। তবে নতুন সপ্তাহের শুরুতেই ফের বৃষ্টি নামতে পারে শহরে।আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে। শহরের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আজ সোমবার শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল, রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি বেশি। গতকাল বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ। এর ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি পোহাতে হয়েছে আমজনতাকে।