মধ্যমগ্রাম হাইস্কুলের সামনে গভীর রাতে বোমা বিস্ফোরণ, আতঙ্ক এলাকায়!
বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে বিস্ফোরণ! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার রাত দুটো নাগাদ এই ঘটনায় রীতিমতো সাড়া পড়ে গিয়েছে।পুলিস সূত্রে খবর, মধ্যরাতে এক ব্যক্তি বয়েজ স্কুলের সামনে ব্রিজের নীচে বসেছিলেন। আর ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিসও। ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন বোম ডিস্পোজাল টিম। পুলিস সূত্রের খবর, ওই ব্যক্তির নাম সচিদানন্দ মিশ্র (২৫)। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। রবিবার রাত ২টা নাগাদ মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে জলকল্যাণ মাঠের উল্টো দিকে রবীন্দ্রমুক্ত মঞ্চের একটি বেঞ্চে বসেছিলেন শচিদানন্দ। জানা গিয়েছে, তাঁর ব্যাগেই বোমা ছিল। বোমাটি হাতে ফাটার পরেই তিনি গুরুতর জখম হন। তাঁর দুটো হাত ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।পুলিস ঘটনাস্থল থেকে যে ব্যাগ উদ্ধার করেছেন তাতে মোবাইলের চার্জার, ইলেকট্রনিকস গেজেট ও জামাকাপড় পাওয়া গিয়েছে। রাতেই ঘটনাস্থলে আসেন মধ্যমগ্রাম থানার পুলিসের পাশাপাশি এসডিপিও বারাসত বিদ্যাগর অজিঙ্কা অনান্তও। পাশাপাশি সেখানে পৌঁছান বারাসত পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার অতীশ বিশ্বাস। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।কিন্তু কী কারণে ওই ব্যক্তি বোমা হাতে নিয়ে সেখানে বসেছিলেন তা এখনও জানা যায়নি। অতীশ বিশ্বাস বলেন, “বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।”