• মেট্রো উদ্বোধনে মোদী, আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা
    দৈনিক স্টেটসম্যান | ১৮ আগস্ট ২০২৫
  • তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে আগামী সপ্তাহে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২২ আগস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচিতে যোগদান করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি নতুন তিন মেট্রো রুট উদ্বোধন করবেন। প্রথা মেনে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রেলমন্ত্রক সূত্রে খবর, অতীতের বিতর্ক এড়াতে ২২ আগস্টের অনুষ্ঠানের জন্য এবার আগেভাগেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

    আমন্ত্রণপত্রে রয়েছে চমক। পশ্চিমবঙ্গে কীকী রেল প্রকল্প হচ্ছে এবং কত টাকা অনুমোদন করেছে রেলমন্ত্রক, তার হিসাবও দিয়েছেন মন্ত্রী বৈষ্ণব। সেই হিসাবের সঙ্গেই পাঠানো হয়েছে নিমন্ত্রণপত্র। উল্লেখ্য, এর আগে ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি বলে প্রথমে অভিযোগ ওঠে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরে মেট্রো কর্তৃপক্ষ জানায়, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও তৃণমূল জানায়, আমন্ত্রণ এসেছিল শেষ মুহূর্তে। ফলে পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তাঁর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব ছিল না। তাই এবার হাতে সময় থাকতেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে খবর।

    প্রসঙ্গত, ইউপিএ জমানায় কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রোর বিভিন্ন প্রকল্প তৈরি থেকে অর্থ বরাদ্দ করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল তাঁকে। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের স্পষ্ট কথা, ‘আজ যেগুলির উদ্বোধন হচ্ছে, সেগুলি রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়েরই ব্রেনচাইল্ড। বিজেপি সৌজন্য এবং ভদ্রতার রাজনীতি করে না বলেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয় না। যেটার উদ্বোধন, সেটাও বাংলার মুখ্যমন্ত্রীর ব্রেনচাইল্ড।’ তবে ভোটমুখী বাংলায় তৃণমূলের প্রশ্নবাণ শুনে এবার খানিক সতর্ক কেন্দ্র।

    এই সফরে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন বলে পরিচিত নোয়াপাড়া-বারাসত রুটে যাত্রী পরিষেবার সূচনা হতে চলেছে মোদীর হাত দিয়ে। প্রস্তাবিত রুটটি বারাসত পর্যন্ত হলেও, আপাতত নোয়াপাড়া থেকে ‘জয়হিন্দ’ স্টেশন অর্থাৎ এয়ারপোর্ট পর্যন্ত পরিষেবা চালু হচ্ছে। রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ওই পথে কাজ এগিয়েছে মাইকেলনগর পর্যন্ত। তবে এখনই ওই স্টেশন পর্যন্ত ট্রেন চলবে না। আপাতত নোয়াপাড়া, যশোহর রোড ও জয়হিন্দ, এই তিন স্টেশনের মধ্যে যাত্রী পরিষেবা চালু হবে।

    রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথমে যশোহর রোড মেট্রো স্টেশনে যাবেন। সেখান থেকেই তিনি মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন। প্রথম ট্রেনেই তিনি যশোহর রোড স্টেশন থেকে জয়হিন্দ (বিমানবন্দর) স্টেশন যাবেন। তারপরে জয়হিন্দ থেকে আবার মেট্রোতেই যশোহর রোড স্টেশনে ফিরবেন। সেখান থেকে সড়কপথে পৌঁছবেন দমদম সেন্ট্রাল জেল ময়দানে। ওই মাঠেই হবে মোদীর সভা।

    ওই দিনই নিউগড়িয়া থেকে বিমানবন্দর (অরেঞ্জ লাইন) এবং সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (গ্রিন লাইন)-এর সম্প্রসারিত পরিষেবার উদ্বোধনও করবেন মোদী। প্রসঙ্গত, অরেঞ্জ লাইনে নিউগড়িয়া থেকে রুবি পর্যন্ত পরিষেবা চালু রয়েছে, এবার রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত যাত্রী পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী। তাই এবার নিউগড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)