মধ্যমগ্রাম হাইস্কুলের সামনে মাঝরাতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু উত্তরপ্রদেশের যুবকের
প্রতিদিন | ১৮ আগস্ট ২০২৫
অর্ণব দাস, বারাসত: মাঝরাতে মধ্যমগ্রাম হাইস্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন এক যুবক। জানা গিয়েছে, মৃত ব্যক্তি স্থানীয় কেউ নন, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। বিস্ফোরণের ফলে গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটনায় কলকাতার হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সোমবার সকালেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতের নাম সচ্চিদানন্দ মিশ্র বলে জানা গিয়েছে। কীভাবে জনবহুল স্থানে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, বিস্ফোরণস্থল থেকে একটি ব্যাগ ও চার্জার উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনেই রবিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে। এক ব্যক্তি ব্যাগ নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। আচমকা তাঁর হাতে থাকা ব্যাগ থেকেই বিস্ফোরণ ঘটে। অনুমান, ব্যাগের ভিতর বোমা ছিল। তা ফেটে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে গুরুতর আহত হন সচ্চিদানন্দ মিশ্র নামে ওই ব্যক্তি। তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। পৌঁছন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস-সহ এসডিপিও বারাসত, বিদ্যাগর অজিঙ্কা অনন্ত।
এখনই এই বিস্ফোরণ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ পুলিশ। এমনকী সংবাদমাধ্যমকে ছবি তুলতে দেওয়া হচ্ছে না। বিস্ফোরণস্থলটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে এখনও বোমার ভগ্নাংশ থাকতে পারে বলে আশঙ্কা তদন্তকারীদের। সেই কারণেই সেখান থেকে নিরাপদ দূরত্বে সবাইকে আটকে দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, মধ্যমগ্রামে এই ঘটনা একেবারে নতুন। আশপাশের এলাকায় এমন বিস্ফোরণ ঘটলেও, মধ্যমগ্রাম শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনা আগে শোনা যায়নি। বম্ব ডিস্পোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তাঁরা আসার পরই ঘটনাস্থল থেকে ওই ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগ থেকে মোবাইল চার্জার, ইলেকট্রনিক্স গেজেট এবং জামা-প্যান্ট ছাড়া আর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে। ওই ব্যক্তির ব্যাগে কি বোমা ছিল? যদি থাকে, তাহলে কে বা কারা তাঁকে বোমা আনতে বলেছিল?নিজের ব্যাগের বোমাই বিস্ফোরণ হয়ে মৃত্যু হল তাঁর? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।