• আগাম জামিনের আবেদন নিয়ে আদালতে অনুব্রত, হঠাৎ কী হলো?
    এই সময় | ১৮ আগস্ট ২০২৫
  • বোলপুর থানার আইসিকে কটূক্তির ঘটনায় অবশেষে আদালতের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। তিন মাস পরে আদালতে আগাম জামিনের আবেদন করেন তিনি। সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। জামিন দেয় আদালত।

    ২৯ মে-এর ঘটনা। সোশ্যাল মিডিয়ায় একটি অডিয়ো ভাইরাল হয়। সেখানে বোলপুরের আইসি লিটন হালদারকে গালিগালাজ করতে শোনা যায়। অভিযোগ ওঠে, ফোনের ও পারে অনুব্রত মণ্ডল ছিলেন। আইসির মা ও স্ত্রীর সম্পর্কেও কুরুচিকর কথা শোনা যায় ওই ক্লিপে।

    সেই অডিয়ো ক্লিপ ঘিরে তুমুল বিতর্ক দানা বাঁধে। দলের নির্দেশে নিঃশর্ত ক্ষমা চান অনুব্রত। বলেন, ‘আসলে আমি নানা রকম ওষুধ খাই। দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনও অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যি আমি দুঃখিত।’

    তবে সে কথায় চিঁড়ে ভেজেনি। অনুব্রতকে নোটিস পাঠায় পুলিশ। প্রথমে বেশ কয়েকবার হাজিরা এড়ান শারীরিক অবস্থার দোহাই দিয়ে। যদিও পরে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দেন অনুব্রত। সেই ঘটনার প্রায় তিন মাস পরে বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। জামিনও পান।

  • Link to this news (এই সময়)