পাহাড়ে দুর্ঘটনায় প্রাণ গেল বাংলার তরুণ পর্যটকের। কার্শিয়াঙের ডাওহিলে হোম-স্টের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হাওড়ার এক তরুণের। বছর ছাব্বিশ বয়সি তরুণের নাম সপ্তনীল চট্টোপাধ্যায় (২৬)। ১৮ অগস্ট, সোমবার ভোরে দুর্ঘটনা। ছয় জন একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সোমবারই বাড়ি ফেরার কথা ছিল।
সূত্রের খবর, দিন কয়েক আগে ওই হোম-স্টেতে উঠেছিল পর্যটকদের ওই দল। ৬ জনের দলে কারা ছিলেন, তা এখনও জানা যায়নি। যখন সোমবার ভোরে সপ্তনীল ব্যালকনি থেকে বাইরের রাস্তায় পড়ে যান, তখন তাঁর সঙ্গীরা কোথায় ছিলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ। কী ভাবে সপ্তনীল পড়ে গেলেন? এটা কোনও দুর্ঘটনা নাকি এর পিছনে কোনও রহস্য রয়েছে, তারও তদন্ত হচ্ছে।
কার্শিয়াঙের ডাওহিল অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। সামনে পুজোর মরশুম আসছে। সেই সময়ে দার্জিলিং-কার্শিয়াঙে ঢল নামে পর্যটকদের। তার আগে ডাওহিলে এমন পর্যটক মৃত্যুর ঘটনায় আতঙ্ক পর্যটক মহলে।