• পর পর নিম্নচাপ, ফের বাংলায় বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায়? রইল আবহাওয়ার বড় আপডেট...
    আজকাল | ১৮ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফের বাংলার আকাশে দুর্যোগের শঙ্কা? রবিবার বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের পূর্ব দিকে একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরি করেছে। মঙ্গলবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে বঙ্গে আবারও বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    নিম্নচাপের প্রভাবেই বাংলায় বর্ষণ?তবে এই গভীর নিম্নচাপ সরাসরি বাংলায় বৃষ্টির জন্য দায়ী হবে না বলেই পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণাবর্তটি ক্রমশ নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা-অন্ধ্রপ্রদেশ সীমানা ধরে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে। কিন্তু ওই এলাকা বাংলা থেকে দূরে। তাই এই নিম্নচাপ বাংলায় সরাসরি কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তাসত্ত্বেও কলকাতা-সহ বাংলার মূলত রাজ্যের দক্ষিণভাগের একাধিক জেলায় আকাশের মুখ ভার থাকবে। কোথাও হাল্কা তো কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

    কেন এমনটা হচ্ছে?হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপের জেরে জলীয় বাষ্প ও ঘন মেঘ দক্ষিণবঙ্গের উপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করছে। তার প্রভাবেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

    বৃষ্টির হাত থেকে রেহাই নেই:চলতি সপ্তাহেই শেষ দিকে বাংলার উপকূলের কাছেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামী কয়েকটা দিন।  

    কবে কোথায় বৃষ্টি?সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। 

    মঙ্গলবার দক্ষিণবঙ্গের ১৫ জেলার প্রায় প্রতিটিতেই বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

    বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হবে বলে পূর্বাভাস। 

    দ্বিতীয় ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সতর্কতা জারি থাকবে। শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

    কলকাতার আবহাওয়ার পূর্বাভাস:আগামী ২৪ ঘন্টায় সাধারণত মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও  ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে।

    সর্বোচ্চ তাপমাত্রা= ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস  (+০.৯)সর্বোচ্চ তাপমাত্রা= ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস (+১.২)বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ = ৯১ শতাংশবাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বনিম্ন পরিমাণ = ৬৬ শতাংশগতকাল সকাল সাড়ে ছয়টা থেকে সোমবার ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ হল ০০৫.৭ মিমি।
  • Link to this news (আজকাল)