২২ আগস্ট রাজ্যে একাধিক মেট্রো রুটের উদ্বোধন করবেন মোদি, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানালেন অশ্বিনী বৈষ্ণব...
আজকাল | ১৮ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আর দেরি নয়, স্বাধীনতা দিবসের কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যাচ্ছে শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল। জানা গিয়েছে, আগামী ২২ আগস্ট ওই লাইনের মেট্রো চলাচলের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে জানা গিয়েছে, কেবল এক রুটের নয়, ওইদিন নোয়াপাড়া থেকে জয়হিন্দ পর্যন্ত নবনির্মিত ইয়লো লাইন, হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলিয়াঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন এবং গ্রিন লাইন - ১ ও ২ অর্থাৎ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আন্তঃসংযুক্ত মেট্রো স্টেশনের উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে। ওই দিনের অনুষ্ঠান প্রসঙ্গে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে সংশ্লিষ্ট বিভাগে।
কর্মীদের জানানো হয়েছে কী কী করণীয় ওই বিশেষ দিনের জন্য। আগস্ট মাসেই যে প্রধানমন্ত্রী খোদ শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচলের উদ্বোধন করতে পারেন, সেই জল্পনা ছিলই গত কয়েকদিন ধরেই। ২০২৪ সালেই সূচনা হয়ে গিয়েছে গঙ্গার তলায় মেট্রো চলাচল। অন্যদিকে মেট্রো ছুটছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। তাতে বহু মানুষের দৈনন্দিন যাতায়াতের সুবিধা হয়েছে। তবে বউবাজার অংশে নানা সমস্যার কারণে দীর্ঘকাল থমকে ছিল ওই অংশের কাজ।তবে এবার শিয়ালদহ-এসপ্ল্যানেড লাইনের উদ্বোধন হয়ে গেলে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোতেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এই মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটি চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব।
সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। চিঠিতে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গে রেল পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় ৮৩,৭৬৫ কোটি টাকার প্রকল্প কাজ চলছে। চলতি বাজেটে পশ্চিমবঙ্গ পেয়েছে রেকর্ড ১৩,৯৫৫ কোটি টাকার বরাদ্দ। এর পাশাপাশি রাজ্যের ১০১টি রেলস্টেশনকে বিশ্বমানের রেলস্টেশনে রূপান্তরের কাজ চলছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে চলছে ৯টি ‘মেড ইন ইন্ডিয়া’ বন্দে ভারত এক্সপ্রেস এবং ২টি অমৃত ভারত ট্রেন।'
চিঠিতে আরও যোগ করা হয়েছে, 'এই প্রেক্ষাপটে আগামী ২২ আগস্ট ২০২৫ পশ্চিমবঙ্গের রেল যাত্রীদের জন্য বড় সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেদিন উদ্বোধন করবেন শিয়ালদহ–এসপ্ল্যানেড মেট্রো সেকশন, বেলেঘাটা–হেমন্ত মুখোপাধ্যায় সেকশন, নোয়াপাড়া–জয় হিন্দ (বিমানবন্দর) সেকশন এবং হাওড়া মেট্রো স্টেশনের নতুন সাবওয়ে। একই দিনে তিনি একাধিক নতুন মেট্রো ট্রেনকেও সবুজ পতাকা দেখাবেন। এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে যশোর রোড মেট্রো স্টেশনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি’। পশ্চিমবঙ্গে রেল পরিষেবার এই ব্যাপক উন্নয়ন শুধু যাতায়াতকেই সহজ করবে না, বরং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও এক নতুন দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে।