• পার্থ চ্যাটার্জির জামিন, শর্ত সাপেক্ষে মঞ্জর করল সুপ্রিম কোর্ট...
    আজকাল | ১৮ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। শর্ত সাপেক্ষে সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে। একই সঙ্গে জামিন মঞ্জুর হয়েছে ওই মামলায় অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহারও। 

    শিক্ষক নিয়োগ কেলেঙ্কার সংক্রান্ত ইডির যে মামলা, তাতে গত জানুয়ারি মাসেই জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এ বার সিবিআইয়ের মামলায় জামিন পেলেন তিনি।

    তাহলে কী পুজোর আগেই জেলমুক্তি ঘটতে চলেছে পার্থ চ্যাটার্জির? না, এখনই জেল তেকে ছাড়া পাবেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। কারণ প্রাথমিকের নিয়োগ দুর্নীতির একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।

    কোন শর্তে জামিন? পার্থ চ্যাটার্জিকে নিয়মিত হাজিরা দিতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে, কোনওভাবেই এলাকা ছাড়তে পারবেন না।

    এখনও তদন্তের ক্ষেত্রে রাজ্য সরকার কোনও রকম অনুমতি দিচ্ছে না। সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই-এর মামলার শুনানিতে বিষয়টি উঠেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালতের নির্দেশ, চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। দু'মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু করতে হবে।

    শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত নীচু তলার কর্মী, আধিকারিকরা জড়িত ছিলেন অভিযোগ, তাঁরা বেশিরভাগই জামিন পেয়েছেন। এক ব্যক্তিকে দীর্ঘদিন এ ভাবে জেলে রাখা সম্ভব নয়।একই কারণে ইডির মামলায় জামিন পেয়েছিলেন পার্থ চ্যাটার্জি। ফলে পার্থও জামিন পেতে পারেন।  

    ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চ্যাটার্জির বাড়িতে রাতভর তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। এরপর ২৩ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ১ অক্টোবর সিবিআই পার্থকে শ্যোন অ্যারেস্ট করে। তিন বছরের বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
  • Link to this news (আজকাল)