সতর্ক করার পরেও জর্দা নদীতে ঝুঁকি নিয়ে স্নান! মাইকিং করল পুলিস
বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: সচেতন করলেও হুঁশ ফেরেনি। জর্দা নদীতে ঝুঁকি নিয়েই চলছে স্নান। সোমবার সকালে এই খবর প্রকাশিত হয় বর্তমান সংবাদপত্রে। আর এরপরেই সক্রিয় হয়ে উঠল পুলিস প্রশাসন।সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে নদীতে স্নান করার সময় বেশ কিছু যুবকদের উঠিয়ে দেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমিতাভ চক্রবর্তী। পরবর্তীতে নদীর পাড়ে চলে মাইকিংও।উল্লেখ্য বিষয় হল, জর্দা নদী বর্তমানে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে। নদীর প্রচুর জায়গায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে নদীতে বর্তমানে প্রচণ্ড স্রোত রয়েছে। এর আগেও এই নদীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। পুরসভার পক্ষ থেকে নদীতে না নামার বার্তার জন্য সাইনবোর্ড লাগানো হয়েছে। কিন্তু এরপরেও নদীতে চলছে দেদারে স্নান। সেদিকে নজর পড়তেই ময়নাগুড়ি থানার পক্ষ থেকে সোমবার দুপুরে করা হল মাইকিং।