• ছেলের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মা!
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, জলপাইগুড়ি: ছেলের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মা। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে খবর, ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধা শেফালি দাস কয়েক বছর ধরে শয্যাশায়ী। তিনি সঠিক ভাবে হাঁটাচলাও পর্যন্ত করতে পারেন না। তাঁর ছেলে কোনও ভাবেই তার সঙ্গে যোগাযোগ পর্যন্ত রাখে না। এমনকী ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাও সে করে না। বর্তমানে সেই ‘গুণধর’ ছেলে শিলিগুড়িতে কাজ করেন। মায়ের দাবি, “এই কঠিন সময়ে ছেলে পাশে থাকলে ছেলের পরিচর্যার মাধ্যমেই ইহলোক ছেড়ে পরলোক গমন করতে পারি।” যেহেতু  দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থাতেও ছেলের কোন খোঁজ নেই। সে কারণেই তিনি নিরুপায় হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন। এই বিষয়ে অভিযুক্ত ছেলেকে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)