• সাগরদিঘিতে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড! বরাতজোরে রক্ষা
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথগঞ্জ: মুর্শিদাবাদের সাগরদিঘিতে চাঞ্চল্যকর ঘটনা। মোরগ্রামে ১২ নম্বর জাতীয় সড়কে আচমকাই আগুন ধরে গেল যাত্রী বোঝাই চলন্ত স্টেট বাসে। তবে বরাত জোরে রক্ষা পেয়েছেন যাত্রীরা। যদিও সোমবার সকালের এহেন ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি বহরমপুরের দিক থেকে রঘুনাথগঞ্জের দিকে যাচ্ছিল। দোহার মোড় সংলগ্ন এলাকায় আসতেই বাস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সকলেই বাস হুড়মুড়িয়ে নেমে পড়েন। কোনওক্রমে রক্ষা পান তাঁরা। স্থানীয় লোকজন এসে পরে বাকি যাত্রীদের উদ্ধার করে। মুহুর্তের মধ্যে বাসটি দাউদাউ করে জ্বলে ওঠে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনী আসার আগেই অবশ্য বাসটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান পুলিসের।
  • Link to this news (বর্তমান)