প্রেমের সম্পর্কে টানাপোড়েন, রেললাইনে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর
বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টার ঘটনায় শোরগোল বারুইপুরে। রবিবার রাতে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে ওই বধূ আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণে বাঁচেন ওই মহিলা।ঘটনার খবর কানে যেতেই গৃহবধূর প্রেমিকও দ্রুত চলে আসে বারুইপুরের বৈষ্ণবপাড়া সংলগ্ন ২০ নম্বর রেল গেটে। খবর দেওয়া হয় বারুইপুর জিআরপি’তেও। পুলিস ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। একই সঙ্গে তাঁর প্রেমিককে থানায় নিয়ে গিয়ে পুলিস জিজ্ঞাসাবাদ চালায়। পাশাপাশি ওই গৃহবধূর বাড়ির লোকজনকেও পুলিস খবর দিচ্ছে বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে আচমকা আত্মহত্যার জন্য ডাউন লাইনে বসে পড়ে ওই গৃহবধূ। সেই সময় ডাউন লক্ষীকান্তপুর লোকাল বারুইপুরের বৈষ্ণব পাড়া ২ নম্বর গেটের কাছে প্রায় এসে পড়েছিল। দুর্ঘটনার আশঙ্কা দেখেই স্থানীয় বাসিন্দারা কেউ লাল গামছা উড়িয়ে কেউ লাইন ধরে ছুটে গিয়ে ট্রেন চালককে ট্রেন থামানোর জন্য অনুরোধ করেন। এরপরেই ট্রেন থামিয়ে দেন চালক। তার জেরেই ওই গৃহবধূর প্রাণ বাঁচে।জানা গিয়েছে, ওই গৃহবধূর বাড়ি মল্লিকপুরে। তিনি বিবাহিত। অন্যদিকে, প্রেমিকের বাড়ি মথুরাপুরে, সেও বিবাহিত। দুই বছর ধরে তাঁদের প্রেমের সম্পর্ক রয়েছে। এদিন প্রেমিকের সঙ্গে ফোনে সম্পর্ক নিয়ে প্রেমিকার রাগারাগি হয় বলে দাবি। তার জেরেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দাদের ভূমিকাকে তারিফ করেছেন পুলিসের আধিকারিকরা।