আগামী বছর পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। তারই প্রেক্ষিতে বেসরকারি বাসমালিকদের সংগঠন ‘অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি’ নির্বাচন প্রক্রিয়ায় ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে।
সংগঠনের দাবি, বিগত কয়েক বছরে বাস চালানোর সামগ্রিক খরচ বহুগুণ বেড়ে গিয়েছে। জ্বালানির দাম, চালকের মজুরি, বাসের রক্ষণাবেক্ষণ, খুচরো যন্ত্রাংশের মূল্য – প্রতিটি ক্ষেত্রেই খরচ বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে পুরনো ভাড়ায় আর নির্বাচন কমিশনের জন্য গাড়ি সরবরাহ করা সম্ভব নয় বলে জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের তরফে জানানো হয়েছে, ৪০ আসনের বেশি বাসের ক্ষেত্রে প্রতিদিনের ভাড়া সাড়ে ৪ হাজার টাকা করা হোক। ৩০-৪০ আসনের বাসের ভাড়া করা হোক ৪ হাজার টাকা এবং ৩০ আসনের মিনিবাসের জন্য ভাড়া ধার্য করা হোক সাড়ে ৩ হাজার টাকা। এসি বাসের ভাড়া ৫,৫০০ টাকা করার দাবি জানিয়েছে সংগঠন। পাশাপাশি বাস কর্মীদের প্রতিদিনের খাওয়ার খরচ বাবদ ৫০০ টাকা দেওয়ার দাবিও জানানো হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘যে ভাবে খরচ বেড়েছে, তাতে কমিশনকে বাস ভাড়া দিয়ে এখন কোনও লাভ থাকে না। ফলে, নির্বাচনকেন্দ্রিক পরিষেবা দিতে গিয়ে আমরা আর্থিক ক্ষতির মুখে পড়ি। তাই এবার অনেক আগে থেকেই দাবি জানিয়ে দিলাম, যাতে ভোটের সময় কোনও জটিলতা তৈরি না হয়।’
এই বিষয়ে পরিবহণ সচিব সৌমিত্র মোহনের কাছেও পৃথকভাবে একটি দাবিপত্র জমা দেওয়া হয়েছে। যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।