• কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে নিরাপত্তা নিয়ে বিক্ষোভ
    দৈনিক স্টেটসম্যান | ১৮ আগস্ট ২০২৫
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার সায়েন্স কলেজের এক ছাত্রীর হস্টেল কক্ষে রাতে এক অজ্ঞাতপরিচয় যুবকের প্রবেশের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ওই যুবক তৃতীয় বর্ষের ছাত্রী সায়ন্তনী চক্রবর্তীর ঘরে ঢুকে তাঁর জিনিসপত্র ওলোট পালট করে ও মোবাইল চুরি করে। ছাত্রী বাধা দিতে গেলে তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে রবিবার হস্টেলের সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বিক্ষোভ দেখান। তাঁরা হস্টেলে নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।

    ছাত্রী সায়ন্তনী চক্রবর্তী জানান, শনিবার রাতে গরমের কারণে তিনি বারান্দার দরজা খুলে ঘুমিয়েছিলেন। ট্রলিব্যাগ পড়ার শব্দে ঘুম ভাঙলে তিনি দেখেন এক যুবক তাঁর ঘরে ঢুকে জিনিসপত্র হাতড়াচ্ছে। ধরতে গেলে তাকে ধাক্কা দিয়ে বারান্দার পাইপ বেয়ে পালিয়ে যায়। পরে ছাত্রী দেখেন তাঁর মোবাইল উধাও।

    এই ঘটনার পর ছাত্রী হস্টেল সুপারকে জানালে তিনি যথাযথ পদক্ষেপ নেননি বলে অভিযোগ। উল্টো দিকে, হস্টেল সুপার চান্দ্রেয়ী মুর্মু জানান, তিনি ছাত্রীদের জানালা-দরজা বন্ধ করে শোয়ার পরামর্শ দিয়েছিলেন। রাতের ঘটনার পর পুলিশের নম্বর না থাকায় অভিযোগ জানাতে দেরি হয় বলেও তিনি জানান। রবিবার সকালে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানালে তারা থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)