পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পর্যটক টানতে তৈরি করা হবে বিশ্ব বাংলার লোগো। পর্যটনস্থল সহ বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া প্লাস্টিকজাত দ্রব্য গলিয়ে তৈরি হওয়া প্লাস্টিক থেকে করা হবে বিভিন্ন মডেল। সেই মডেলে থাকবে পরিবেশ সচেতনতার বার্তা। বাঘমুণ্ডি ব্লক প্রশাসন সূত্রে জানা গেল এনিয়ে তারা অভিনব উদ্যোগ নিতে চলেছে।
পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা হয়েছে বিশ্ব বাংলার লোগো। শুক্রবার দেশের ৭৯তম স্বাধীনতা দিবসে সেই লোগোর উদ্বোধন করলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। ছিলেন বাঘমুন্ডি ব্লকের বিডিও আর্য তা, জয়েন্ট বিডিও প্রসেনজিৎ মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
বিডিও বলেন, শুধুমাত্র দেওয়ার লিখন বা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নিয়ে সচেতন করা যাবে এমন নয়। তার বাইরে গিয়েও বিভিন্ন বর্জ্য প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার করে পরিবেশকে প্লাস্টিকমুক্ত করার সচেতনতার বার্তা দেওয়া যেতে পারে। বাঘমুণ্ডি সহ অযোধ্যা পাহাড়কে প্লাস্টিকমুক্ত করতে জেলা ও ব্লক প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন শিবির করে প্লাস্টিক বর্জন করার প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে। বাঘমুন্ডি ব্লক চত্বরে দু’হাজার জলের প্লাস্টিক বোতল দিয়ে বিশ্ববাংলার লোগো তৈরি করা হয়েছে।
প্রথমে ওই বোতল গলিয়ে তার সঙ্গে ফাইবার যোগ করে শক্তপোক্ত মোটা প্লাস্টিক তৈরি করা হয়েছে। সেই প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে বিশ্ব বাংলার লোগো। বিডিওর সংযোজন, ব্লকের পিছনে একটি পার্ক তৈরি করা হচ্ছে। যেখানে হাতি, মাছ-সহ বিভিন্ন মডেল তৈরি করা হবে। মডেলে বোঝানো হবে মাইক্রো প্লাস্টিক খেয়ে একটা তিমি মাছ মারা গিয়েছে। এছাড়াও তৈরি করা হচ্ছে বসার চেয়ার।
বিধায়ক বলেন, ব্যবহৃত প্লাস্টিক পুনরায় কোনো কিছুতে ব্যবহার করা যায় সেটা ওঁরা দেখিয়ে দিয়েছেন। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ব্লক প্রশাসনের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।