প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া ২৯৫টি পদক উদ্ধার করল পুলিশ। চুরির ঘটনার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই সাফল্য পেয়েছে হুগলি পুলিশ। এই ঘটনায় রিষড়া থেকে কৃষ্ণ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ তাঁকে জেরা করে জেনেছে এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে।
রবিবার সাংবাদিক বৈঠকে ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস বলেন, গত শুক্রবার হুগলির হিন্দমোটর দেবাইপুকুরে বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। বাড়িটি খালি ছিল। সেই সুযোগে চোরেরা আলমারি ভেঙে তাঁর সারাজীবনের অর্জিত সমস্ত পদক, যার মধ্যে তাঁর পদ্মশ্রী স্মারকও ছিল, চুরি করে নিয়ে যায়।
বুলার অভিযোগের ভিত্তিতে হুগলি পুলিশ তদন্ত শুরু করে। হুগলি পুলিশ একটি বিশেষ দল গঠন করে এবং সিআইডির সাহায্য নেয়। পুলিশ জানায়, তারা বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে। অবশেষে, সূত্র কাজে লাগিয়ে রিষড়ার এক অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। রবিবার সকালে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং তাঁকে জেরা করে ২৯৫টি পদক উদ্ধার করতে সক্ষম হয়।
শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমরা সকলেই এই ঘটনায় উদ্বিগ্ন ছিলাম। বুলা চৌধুরীর মতো একজন সম্মানিত মানুষের পদক চুরি যাওয়া খুবই দুঃখজনক। আমরা তাঁকে আশ্বাস দিয়েছিলাম যে দ্রুত চোরকে ধরা হবে এবং পদকগুলো উদ্ধার করা হবে। আমাদের বিশেষ দল চোরকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চুরির সঙ্গে আরও কিছু লোক জড়িত। আমরা তাদেরও গ্রেফতার করার চেষ্টা করছি।’ পদক ফিরে পাওয়ার খবরে বুলা চৌধুরী ও তাঁর পরিবার হুগলি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।