• আইসি-কে কুকথা কাণ্ডে আত্মসমর্পন কেষ্টর!
    ২৪ ঘন্টা | ১৮ আগস্ট ২০২৫
  • প্রসেনজিত্‍ মালাকার: বোলপুর থানার আইসি-কে গালিগালাজ কাণ্ডে তিন মাস পর আদালতে আত্মসমর্পণ অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal)। আদালত সূত্রের খবর, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল আজ সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। দুপুর দু’টোয় এই মামলায় বিচারকের রায় ঘোষণার কথা রয়েছে।

    প্রসঙ্গত, গত ২৯ মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল। পরে সেই অডিয়ো ক্লিপ ভাইরাল হলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর পুলিস অনুব্রতকে নোটিস পাঠায় এবং বোলপুর এসডিপিও অফিসে তিনি হাজিরাও দেন। তবে এরপর তিনি আর আদালতে হাজির হননি।

    অবশেষে প্রায় তিন মাস পর, আজ বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন অনুব্রত মণ্ডল। এখন আদালতের রায় কী হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

    উল্লেখ্য, গত ২১ জুলাই তৃণমূলের ধর্মতলার সমাবেশেও কেষ্ট অন্তরালে ছিলেন, যা নিয়ে জোর চর্চা হয়। তবে ঠিক তার পরেই মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়ে অনুব্রতর সঙ্গে একান্ত বৈঠক করেন। পরে অনুব্রতকে কোর কমিটির আহ্বায়ক করা হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। স্বমহিমায় ফেরেন কেষ্ট।

    এমনকী তাঁকে 'ওয়াই প্লাস উইথ এসকর্ট' পর্যায়ের নিরাপত্তা দেওয়া হয়। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তো বটেই, বাড়িতেও নিরাপত্তারক্ষীদের পুনর্বহাল করে রাজ্য প্রশাসন। 

     

  • Link to this news (২৪ ঘন্টা)