১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রকে তোপ, কমিশনকেও তুলোধোনা অভিষেকের
প্রতিদিন | ১৮ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের কাজ থেকে জল জীবন মিশন ? কেন্দ্রের একের পর এক প্রকল্পে বাংলাকে বঞ্চনার অভিযোগ। আরও একবার সেই ইস্যুতে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লি থেকে কলকাতায় পৌঁছে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকেও একহাত নিলেন তিনি।
কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেও একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা দেয়নি কেন্দ্র। পরিবর্তে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র। এই প্রসঙ্গে এদিন অভিষেক বলেন, “সরকার হাই কোর্টের নির্দেশ মানছে না। কারণ তারা চায় না বাংলার গরিব মানুষরা টাকা পাক। এই জন্যই আমরা বলি, এরা জনবিরোধী, বাংলা বিরোধী সরকার। বিজেপি যেভাবে দেশ চালাচ্ছে তা মানুষ দেখে ফেলেছে। এরা আগাগোড়াই জনবিরোধী।” অভিষেক আরও বলেন, “বাংলায় হেরে কেন্দ্র আবাস, রাস্তা-সহ একাধিক প্রকল্পে রাজ্যের ১ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা আটকে রেখেছে। মোদিকে বলুন আগে সেই টাকা মেটাতে, তারপরে বাংলা নিয়ে কথা বলতে।”
নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দাগেন অভিষেক। রবিবার সাংবাদিক বৈঠক করেও কোনও প্রশ্নের জবাব কমিশন দিতে পারেনি বলেই জানান তিনি। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, “নির্বাচন কমিশনের যুক্তি গ্রহণযোগ্য নয়। কমিশন ঠিকমতো জবাব দিতে পারেনি। জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে কমিশন। মৃতদের নাম কেন তালিকায় জবাব দিতে পারেনি। মানুষের ভোটাধিকারের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা।” মৃত ভোটার প্রসঙ্গে তিনি বলেন, “লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায়। ওই তালিকার ভিত্তিতেই নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে যদি সত্যিই এসআইআর করতে হয়, আগে লোকসভা ভাঙো। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছে বিজেপি। তাই কমিশনকে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। কমিশন বলছে সাত দিনের মধ্যে হলফনামা না দিলে কোনও দাবির গ্রহণযোগ্যতা থাকবে না। আমি পালটা বলি, বিহারে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, কমিশন হলফনামা দিয়ে বলুক-একটা নাম ভুল থাকলে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা দেবেন কি?” ভোটার তালিকা থেকে একজনের নামও বাদ গেলে “১লাখ জনতাকে নিয়ে দিল্লিতে আন্দোলনে”র হুঁশিয়ারিও দেন অভিষেক।