• কলকাতার অভিজাত আবাসনে উদ্ধার ক্যানসার আক্রান্ত বৃদ্ধের দেহ, রোগমুক্তির জন্য আত্মহত্যা?
    প্রতিদিন | ১৮ আগস্ট ২০২৫
  • অর্ণব আইচ: মারণরোগে আক্রান্ত ছিলেন। স্টেজ ফোর লিভার ক্যানসারের চিকিৎসা চলছিল। তার জন্য মাস দুই ধরে মুম্বইতে ছিলেন কলকাতার অভিজাত আবাসনের এক বৃদ্ধ। এমাসের শুরুতে বাড়ি ফেরেন। আর তারপরই ঘটে গেল অঘটন। রবিবার রাতে আবাসনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল ক্যানসার আক্রান্ত ওই বৃদ্ধের দেহ। প্রাথমিক অনুমান, ক্যানসারের যন্ত্রণা থেকে মুক্তি পেতে নিজের চারতলার ফ্ল্যাট থেকে মরণঝাঁপ দিয়েছেন বছর পঁচাত্তরে ওই ব্যক্তি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।

    জানা গিয়েছে, বাইপাসের ধারে অভিজাত আবাসন সিলভার স্প্রিংয়ের ব্লক ২-এর বাসিন্দা ছিলেন মৃত রাজেন্দ্র কুমার সিংঘল। চারতলার  একটি ফ্ল্যাটে স্ত্রী, মেয়ে ও নাতির সঙ্গে থাকতেন তিনি। প্যানক্রিয়াটিক ও লিভার ক্যানসারে আক্রান্ত রাজেন্দ্রর চিকিৎসা চলছিল মুম্বইতে। গত দু’মাস সেখানেই ছিলেন। চলতি মাসের প্রথমেই তিনি বাড়ি ফেরেন। রবিবার রাতের দিকে নাতি সাহিল ফ্ল্যাট থেকে ভারী কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে যান। দেখেন, দাদুর ঘরে দাদু নেই। ঘরের কাচের বড় জানলাটিও খোলা। সঙ্গে সঙ্গে তাঁরা নিচে ছুটে যান। দেখেন, ফ্ল্যাটের চত্বরে রক্তস্নাত অবস্থায় পড়ে রয়েছেন রাজেন্দ্র কুমার সিংঘল। সঙ্গে সঙ্গে তাঁকে এনআরএস মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    প্রাথমিক অনুমান, ক্যানসারের যন্ত্রণা সহ্য করতে না পেরে রাজেন্দ্র কুমার সিংঘল আত্মহত্যার পথে বেছে নিয়েছেন। নিজের ফ্ল্যাটের জানলা থেকে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ আপাতত এ বিষয়ে মুখ খুলতে চায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)