চলন্ত বাসে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন ৪৫ যাত্রী, মুর্শিদাবাদে জাতীয় সড়কে পুড়ে খাক সরকারি যান
আনন্দবাজার | ১৮ আগস্ট ২০২৫
চলন্ত বাসে হঠাৎ আগুন! সকলের চোখের সামনে ভস্মীভূত হয়ে গেল একটি সরকারি বাস। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায় ১২ নম্বর জাতীয় সড়কে। সাগরদিঘি থানার মোড়গ্রাম সংলগ্ন দোহালমোড় এলাকায় দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বাসে থাকা সমস্ত যাত্রীকেই সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)-এর একটি বাস রানাঘাট ডিপো থেকে যাত্রা শুরু করে। গন্তব্য ছিল শিলিগুড়ি। সকাল ১১টা নাগাদ ফরাক্কার কাছাকাছি ওই বাসটিতে আগুন ধরে যায়। ভয়ে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। চালক এবং কন্ডাক্টর চেষ্টা করেও আগুন নেবাতে পারেননি। ইঞ্জিন থেকে ক্রমাগত কালো ধোঁয়া বার হতে থাকায় চালক ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পের কাছে বাসটিকে দাঁড় করিয়ে দেন। কয়েক মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে গোটা বাসটিকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেশ কয়েক জন যাত্রীকে তাঁরা জানলা দিয়েও উদ্ধার করেছেন। এক যাত্রী জানান, মোড়গ্রাম মোড় পার করার পরেই বাসচালক চিৎকার করে সকলকে দ্রুত বাস থেকে নেমে যেতে বলেন। তিনি বলেন, ‘‘আমরা প্রথমে কেউ কিছু বুঝতে পারিনি। পরে বাস থেকে নেমে দেখতে পাই, মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি।’’ সূত্রের খবর, বাসটিতে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং রঘুনাথগঞ্জ দমকল কেন্দ্রের দমকলকর্মীরা। তবে দমকল ইঞ্জিন সেখানে পৌঁছনোর আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসটি। দমকলকর্মীরা মনে করছেন, যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ড। এর জেরে বেশ কিছু ক্ষণ জাতীয় সড়কের একটি লেন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রভাব পড়ে যান চলাচলে। এখন স্বাভাবিক হয়ে গিয়েছে যান চলাচল।