বিধানসভা ভোটের জন্য নেওয়া গাড়ির ভাড়া বাড়ান, কমিশনকে চিঠি দিয়ে দাবি বেসরকারি বাসমালিকদের সংগঠনের
আনন্দবাজার | ১৮ আগস্ট ২০২৫
আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই ভোটের কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশ্যাল ইনটেসিভ রিভিশন (আইএসআর) নিয়ে এর মধ্যেই শুরু হয়েছে বিতর্ক। সেই আবহে আগামী বিধানসভা নির্বাচনের জন্য নেওয়া বেসরকারি গাড়ির ভাড়া বাড়ানোর দাবি উঠল। সম্প্রতি অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির তরফে গাড়িভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, গত কয়েক বছরে বেসরকারি বাস চালানোর খরচ কয়েক গুণ বেড়ে গিয়েছে। জ্বালানির দাম থেকে শুরু করে গাড়িচালকের মজুরি, বাসের রক্ষণাবেক্ষণ— সব খরচই বেড়ে গিয়েছে অস্বাভাবিক হারে। তাই আগের দরে আর বেসরকারি বাস বা গাড়ি নির্বাচন কমিশনকে দেওয়া সম্ভব হবে না। তাই তারা নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার অনেক আগেই এই বিষয়ে অভিযোগ জানিয়ে রাখল। যাতে তাদের এই আবেদন গৃহীত হয়, সেই কারণে তারা একই দাবি জানিয়ে পরিবহণ সচিব সৌমিত্র মোহনকে আরও একটি দাবিপত্র দিয়েছে।
৪০ আসনের বেশি সংখ্যার বাসের ভাড়া বাড়িয়ে সাড়ে ৪ হাজার টাকা করতে বলা হয়েছে। ৩০-৪০ আসনবিশিষ্ট বাসের ভাড়া ৪ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। ৩০ আসনবিশিষ্ট মিনিবাসের ভাড়া সাড়ে তিন হাজার টাকা করতে বলা হয়েছে। তবে যে কোনও ধরনের এসি বাসের ক্ষেত্রে ভাড়া সাড়ে পাঁচ হাজার করার দাবি করা হয়েছে। পরিবহণ কর্মীদের খাওয়ার খরচ ৫০০ টাকা করার দাবি জানানো হয়েছে। যদিও এই চিঠি পাওয়ার পর এখনও কমিশন থেকে তাদের কোনও জবাব দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “যে ভাবে বাস চালানোর খরচ বেড়ে গিয়েছে, তাতে ভোটের সময় কমিশনকে বাস ভাড়া দিয়ে আমাদের কোনও আয় হয় না। তাই এ বার অনেক আগে থাকতেই নিজেদের দাবি জানিয়ে রেখেছি, যাতে ভাড়া বাড়ানো নিয়ে ভোটের সময় কোনও বিরূপ পরিস্থিতি তৈরি না হয়।’’