মধ্যমগ্রাম স্টেশন লাগোয়া এলাকায় বোমা বিস্ফোরণ। মৃত্যু হল বছর পঁচিশের এক যুবকের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই যুবকের নাম সচ্চিদানন্দ মিশ্র। তাঁর বাড়ি উত্তরপ্রদেশে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১টা নাগাদ মধ্যমগ্রাম হাই স্কুলের সামনেই ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, ওই ব্যাগ থেকেই বিস্ফোরণ হয়। তার পরেই গুরুতর ভাবে জখম হন ওই যুবক। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে। সেখানে ভর্তি করালেও ওই যুবকের অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
বোমা বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যা়য় মধ্যমগ্রাম থানার পুলিশ। ঘটনাস্থলে যান বারাসত পুলিশ জেলার অতিরিক্ত সুপার অতীশ বিশ্বাস। দ্রুত সেখানে পৌঁছোন বারাসতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্ক অনন্তও। স্থানীয়দের বক্তব্য, মধ্যমগ্রামে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। ওই যুবকের হাতে কী ভাবে ওই ব্যাগ এল, তাঁর উদ্দেশ্য কী ছিল, এই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। সোমবার স্বতঃপ্রণোদিত হয়েই হাসপাতালে যান জাতীয় তদম্তকারী সংস্থা (এনআইএ)-র আধিকারিকেরা।
পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, মৃত ওই যুবকের ব্যাগ থেকে বোমা নয়, পাওয়া গিয়েছে কেবল মোবাইল চার্জার, কিছু ইলেকট্রনিক গ্যাজেট আর জামাকাপড়। পুলিশের অবশ্য অনুমান, ব্যাগে বোমা থাকার কারণেই বিস্ফোরণটি ঘটে। আরও বোমা থাকার আশঙ্কায় ঘটনাস্থলে গিয়েছিলেন বম্ব ডিসপোজ়াল স্কোয়াডের সদস্যেরা। বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।