কত দিন চলবে ফেডারেশন-পরিচালক দ্বন্দ্ব? শুনানির আগে প্রশ্ন তুললেন হাই কোর্টের বিচারপতি
আনন্দবাজার | ১৮ আগস্ট ২০২৫
এত দিন যে প্রশ্ন ছিল অন্দরে, সোমবার সেই প্রশ্নই তুলল হাই কোর্ট! এত দিন প্রশ্ন ছুড়েছেন টলিউডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সোমবার রাজ্যের উচ্চ আদালতে সেই প্রশ্ন করলেন খোদ বিচারপতি! সোমবার ছিল ফেডারেশন বনাম পরিচালক মামলার শুনানি। পর পর দুটো তারিখ পিছিয়ে এ দিন আগামী পদক্ষেপ সম্পর্কে জানান বিচারপতি অমৃতা সিংহ। খবর, শুনানি চলাকালীন তিনি সাফ জানতে চান, আর কত দিন এই মামলা চলবে?
এক বছরেরও বেশি সময় ধরে কাজিয়া চলছে ফেডারেশন এবং পরিচালকদের মধ্যে। পরিচালকদের দাবি, তাঁরা ফেডারেশনের ‘একুশে আইন’-এর জেরে স্বাধীন ভাবে কাজ করতে পারছেন না। নাভিশ্বাস দশা তাঁদের। এই কাজিয়া বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে এসেছে যে, যে ১৩ জন পরিচালক ফেডারেশনের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা আট মাস ধরে ফেডারেশনের সদস্যপদধারী টেকনিশিয়ানদের ‘অসহযোগিতা’র সম্মুখীন। ফলে, কাজ করতে পারছেন না পরিচালকেরা।
এই মামলার প্রেক্ষিতে এ দিন হাই কোর্টের নয়া নির্দেশ, নতুন একটি কমিটি গঠন করতে হবে। গঠন করবেন রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসু। এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর সঙ্গে কথা বলেছেন ১৩ জন অভিযোগকারী পরিচালকদের অন্যতম ইন্দ্রনীল রায়চৌধুরী। তাঁর কথায়, “এই কমিটিতে আমাদের তরফ থেকে বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত কলকাতার বিশিষ্টজনেদের যুক্ত রাখার ইচ্ছা নেই। কারণ, তাঁদের প্রভাবিত করার চেষ্টা করবে বিরোধীপক্ষ। আমরা চাইছি শহরের বাইরের খ্যাতনামী এবং বিদগ্ধ ব্যক্তিরা এই কমিটিতে যুক্ত হন।” সেই অনুযায়ী, ফেডারেশন এবং পরিচালক— উভয় পক্ষ ৮ সেপ্টেম্বর তাঁদের পছন্দের ব্যক্তিদের নাম আদালতে জমা দেবেন। তার উপর ভিত্তি করে কমিটি গঠিত হবে।
পাশাপাশি, এ দিন পরিচালকেরা মামলার দ্রুত নিষ্পত্তির আবেদনও জানান আদালতে।