• ‘শুটিংয়ের সময় আমি জানতাম দিল্লি ফাইলস’, বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস-এ প্রতারণার শিকার শাশ্বত?
    প্রতিদিন | ১৮ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণাকালীন সিনেমার নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস’। বিবেক অগ্নিহোত্রীর ‘ফাইলস’ ট্রিলজির তৃতীয় রাজনৈতিক থ্রিলার। তবে জুন মাসে দর্শকদের ঘাড়ে বন্দুক রেখে ছবির নাম বদলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ করে ফেলেন পরিচালক। সেসময়ে ট্রেলারে যে রোমহর্ষক কোলাজ দেখিয়েছিলেন, তাতেই প্রশ্ন উঠেছিল, বিবেক কি কোনও অভিসন্ধি নিয়েই বাংলার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নিজের সিনেমার নাম বদলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাখলেন? সম্প্রতি নতুন ট্রেলার মুক্তির পর সেই প্রশ্ন আরও প্রাসঙ্গিক। কারণ প্রথমত পরিচালকের বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে বাংলাকে অসম্মানের অভিযোগ উঠেছে। দ্বিতীয়ত, ট্রেলার দেখে বিবেকের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করেছেন গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ‌্যায়। শুধু তাই নয়, ‘প্রোপাগান্ডা’মূলক ছবিতে অভিনয়ের জন্য বর্তমানে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বাংলার দাপুটে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। যিনি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ ধূসর চরিত্রে ধরা দিয়েছেন।

    ট্রেলার ঘিরে এত শোরগোল, যে ছবিকে ভোটব্যাংক ভরার ‘স্ট্র্যাটেজি’ হিসেবে দেখছে বাংলার একাংশ! উপরন্তু যে ছবির বিরুদ্ধে বাংলাকে কালিমালিপ্ত করার অভিযোগ উঠেছে, সেই সিনেমা নিয়ে কী মত শাশ্বতর? বিতর্কের পালে হাওয়া লাগতেই সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেতা। শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিযোগ, “শুটিং চলাকালীন ছবির নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস’। তবে কাজ শেষ হওয়ার পর আমি জানতে পারি নাম পালটে ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাখা হয়েছে। কিন্তু কেন নাম পালটানো হল, সেটা আমার হাতে নেই। ছবিটি না দেখা পর্যন্ত আমি বুঝতে পারব না কেন এটা ঘটেছে।”

    এই সিনেমার বিরুদ্ধে ইতিহাস বিকৃতিরও অভিযোগ। যার জেরে আইনি বিপাকে পড়েছেন বিবেক অগ্নিহোত্রী। এপ্রসঙ্গে শাশ্বতর মন্তব্য, “ইতিহাস বিকৃত হল কি না, সেটা বিচার করার দায়িত্ব আমার নয়। আমি ইতিহাসবিদ নই। আমি অভিনেতা। আমি আমার কাজটা করেছি শুধু। আজকাল এটা একটা ট্রেন্ড হয়েছে। পুরো গল্পটা অভিনেতাদের কেউ জানায় না। শুধু নিজের চরিত্রের ট্র্যাকটা বলা হয়। আমাকে যখন চরিত্রটা বলা হয়েছিল, আমি ভেবেছিলাম দারুণ একটা চরিত্র। ভিলেনের ভূমিকায় অভিনয়, খুব বেশি অভিনেতা এই সুযোগ পান না।” ভোট এলেই ফিল্মি দুনিয়ায় প্রোপাগান্ডা ছবির রমরমা নতুন নয়। বলিউড এক্ষেত্রে শীর্ষ স্থানাধিকারী। সিনেমাকে মগজ ধোলাইয়ের অস্ত্র বানিয়ে অতীতে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। যেসব সিনেমাকে কখনও বিতর্কে আবার কখনও বা আইনি জটিলতায় পড়তে হয়েছে। এবার গেরুয়াপন্থী পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ও সেই অভিযোগেই অভিযুক্ত। শাশ্বতর বিস্ফোরক মন্তব্যের পর ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, তাহলে কি অভিনেতাদের অন্ধকারে রেখে সিনেমার শুটিং করিয়ে প্রতারণা করেছেন পরিচালক?
  • Link to this news (প্রতিদিন)