• সুপ্রিম স্বস্তি পার্থর, CBI-র মামলায় জামিন প্রাক্তন মন্ত্রীর, জেলমুক্তি কি হবে!
    হিন্দুস্তান টাইমস | ১৮ আগস্ট ২০২৫
  • শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় তিন বছর ধরে জেলবন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী। এবার সিবিআইয়ের মামলাতেও বড়সড় স্বস্তি পেলেন পার্থ। সোমবার সুপ্রিম কোর্ট সিবিআইয়ের মামলায় তাঁকে জামিনের নির্দেশ দিয়েছে। এর আগে ইডির মামলায় জামিন মেলে তাঁর। তবে একাধিক মামলা থাকায় এখনও প্রেসিডেন্সি সংশোধনাগারেই রয়েছেন তিনি। সোমবার জামিন পাওয়ার পর অবশ্য আইনি দিক থেকে পার্থর জেলমুক্তির সম্ভাবনা আরও জোরালো হল।


    সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষের আইনজীবীর সওয়াল ইডির দেওয়া শর্তসাপেক্ষ জামিন তিনি সম্পূর্ণ মেনেছেন। তাই সিবিআই মামলাতেও জামিন পাওয়া উচিত। অপরপক্ষে, সিবিআই জামিনের বিরোধিতা করলেও বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল, দীর্ঘ তদন্তের পরও নতুন কোনও তথ্য সামনে আসেনি। সেই যুক্তি খারিজ হয়ে যায় এবং শেষমেশ শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয় পার্থ চট্টোপাধ্যায় ও প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি সুবীরেশ ভট্টাচার্যের।

    তবে আইনজীবীদের মতে, ইডি ও সিবিআই দুই মামলায় জামিন মেলার পরও এখনই জেল থেকে মুক্ত হওয়া সহজ নয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা এখনও ঝুলে রয়েছে। সেই মামলাগুলিতে জামিন না পাওয়া পর্যন্ত জেলমুক্তি অসম্ভব। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল আশাবাদী বড় দুটি মামলায় জামিন মেলায় বাকি মামলাগুলিতেও আদালত ইতিবাচক সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার হওয়ার পর থেকে টানা জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিঃসন্দেহে তাঁর পক্ষে এক বড় আইনি স্বস্তি দিল পার্থ চট্টোপাধ্যায়কে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)