• প্রধানমন্ত্রীর মেট্রো রুট উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না মমতা, কেন এই সিদ্ধান্ত?
    হিন্দুস্তান টাইমস | ১৮ আগস্ট ২০২৫
  • আগামী শুক্রবার দমদমে মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছিল রেলমন্ত্রক। তবে রেলের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হলেও মুখ্যমন্ত্রী নীতিগত কারণে অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল সূত্রে খবর, বেশ কিছু রাজনৈতিক ও প্রাসঙ্গিক কারণেই এই উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী।


    সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে ভিনরাজ্যে বাংলাভাষী মানুষদের নিয়ে যে ‘ভাষাসন্ত্রাস’ চলছে, তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে এক মঞ্চে বসতে নারাজ। তাঁর বক্তব্য, বাংলার প্রতি আর্থিক বঞ্চনার পাশাপাশি এখন ভাষাগত আক্রমণ চলছে। বাংলায় কথা বললেই মানুষকে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়ার প্রবণতা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দ্বিতীয়ত, দমদম মেট্রো রুট-সহ একাধিক রেল প্রকল্প বাস্তবে শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকার সময়। বরাদ্দ অর্থ, পরিকল্পনা সবই হয়েছিল তাঁর উদ্যোগে। কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ গড়িমসি করে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। আর এখন ভোটের আগে সেই অসমাপ্ত প্রকল্প উদ্বোধন করে রাজনৈতিক কৃতিত্ব নিতে চাইছে বিজেপি। ফলে মুখ্যমন্ত্রী মনে করছেন, তাঁর সময়ে শুরু হওয়া কাজের সাফল্য অন্য দলের নামে তুলে দেওয়া হচ্ছে।

    তৃতীয়ত, এর আগে কেন্দ্রীয় আমন্ত্রণে সাংবিধানিক পদ মর্যাদা রক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন। কিন্তু একাধিকবার সরকারি মঞ্চকে রাজনৈতিক সংঘাতের জায়গায় পরিণত করেছে বিজেপি। সরকারি অনুষ্ঠানেই তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি, স্লোগান, অপমানজনক আচরণের ঘটনা ঘটেছে। তাই এবার আর সেই সুযোগ দিতে চান না তিনি। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বলছে, বাংলার স্বার্থে মুখ্যমন্ত্রী লড়াই চালিয়ে যাচ্ছেন। অনুপ্রবেশ রোখার দায় কেন্দ্রের হলেও, বাংলাভাষী ভারতীয়দের ‘অনুপ্রবেশকারী’ বলে অপমান করা হচ্ছে। এর বিরুদ্ধে সংসদ থেকে রাজপথ সব জায়গাতেই সরব তৃণমূল।

    ঘাসফুল শিবিরের আরও দাবি, রেলমন্ত্রী থাকাকালে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতেই বিপুল কাজ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন লাইন, নতুন ট্রেন, নতুন প্রকল্প, স্টেশন উন্নয়ন তাঁর সময়ে বাংলায় রেলের কাজের এক দীর্ঘ তালিকা আছে। সেই সবকিছুই দল আবার নতুন করে প্রচারে তুলে ধরবে। বিশেষত যুব প্রজন্মকে জানানো হবে, কীভাবে বাংলার রেল পরিকাঠামো তৈরি হয়েছিল মমতার আমলে। তৃণমূল কংগ্রেস এই অনুপস্থিতিকে রাজনৈতিক বার্তা হিসেবেই ব্যবহার করবে বলে পরিষ্কার ইঙ্গিত মিলছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)