আজকাল ওয়েবডেস্ক: সোমবার ভোরবেলা মা উড়ালপুল ভয়াবহ দুর্ঘটনা। সায়েন্স সিটি দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মার্সিডিজ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক স্ট্রিট সংলগ্ন মা ব্রিজের উপর উল্টে যায়। ঘটনায় মারাত্মকভাবে আহত হন এক পথচারী। ওই পথচারী দুর্ঘটনার সময় উড়ালপুলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছেছে, গাড়িটি চালাচ্ছিলেন রিমাংশু রাতারিয়া নামে এক যুবক। তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক পথচারীকে ধাক্কা মারেন, পরে গাড়িটি উল্টে যায়। পথচারীর মাথায় আঘাত লেগেছে। জখম ব্যক্তিকে প্রথমে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গাড়িতে অভিযুক্ত চালকের সঙ্গে আরও দুই তরুণী ছিলেন। দুর্ঘটনার পর তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সন্দেহ করা হচ্ছে, তাঁরা দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চালক রিমাংশু রাতারিয়া মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। চালককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে তিনিও আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ছাড়া পাওয়ার পর তাঁকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার তদন্তে নেমেছে কলকাতা ট্রাফিক পুলিশ। ব্রিজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালক ছাড়াও গাড়িতে থাকা দুই তরুণীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।