• হঠাৎ গান লিখলেন বিডিও! তাতে আলোড়নই বা কেন?
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গান লিখলেন বিডিও। না কোনও পুজো কিংবা প্রেমের গান নয়। এ হল ‘পাড়ায় সমাধানে’র গান। জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকারের লেখা ওই গান বাজছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে। গানের কথা-সুর মন ছুঁয়ে যাচ্ছে শিবিরে আসা মানুষজনের। আড়াই মিনিটের ওই গানে বাসিন্দারা জানতে পারছেন, রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পের কথা। জেনে যাচ্ছেন, পাড়ায় সমাধানে গেলে রাস্তা, জল, আলো আর কী মিলবে! গানে গানে সরকারি পরিষেবার কথা জানতে পেরে খুশি বুথের বাসিন্দারাও। খড়িয়া হোক কিংবা পাহাড়পুর পঞ্চায়েত, জলপাইগুড়ি সদর ব্লকে পাড়ায় সমাধানের ৯৪টি শিবিরেই বাজছে বিডিওর লেখা গানটি।ঠিক কেমন হল ‘আমাদের পাড়া’র গান! জানতে চাওয়ায় বিডিও মিহির কর্মকার নিজেই গেয়ে উঠলেন, ‘এবার নতুন প্রকল্পে গল্পে গল্পে, চাইব আমরা সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান’। গানটিতে সুর দিয়েছেন জলপাইগুড়িতেই কর্মরত কৃষি-সেচদপ্তরের কর্মী অভিজিৎ ধর। পাড়ায় সমাধান শিবিরে ভিড় টানতে বিডিওর লেখা ওই গান বাজিয়েই এখন জলপাইগুড়িতে জোরকদমে চলছে প্রচার। গানটি যেমন আমজনতার কাছে প্রশংসিত হয়েছে তেমনই সমাদৃত হয়েছে প্রশাসনিক মহলেও।‘সভা হবে বুথে বুথে, শুনছি সবার মুখে মুখে। সভায় পাব সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান।’ গানে গানে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের নানা উন্নয়ন প্রকল্প। রাজ্যের প্রশাসনিক কর্তারাও জলপাইগুড়ি সদরের বিডিওর লেখা ওই গান শুনেছেন। সোশ্যাল মিডিয়াতেও ওই গানকে সামনে রেখে প্রশাসনের তরফে পাড়ায় সমাধানের প্রচার চালানো হচ্ছে। বিডিওর কথায়, নিজে গান গাইতে ভালোবাসি। গান লেখার চেষ্টা করি। পাড়ায় সমাধান রাজ্যের একটি দারুণ উদ্যোগ। শুধু ভাষণ দিয়ে কিংবা মাইকিং করে মানুষের কাছে এই উদ্যোগ সম্পর্কে যতটা জানানো সম্ভব, তার চেয়েও অনেক বেশি কিছু করতে পারে গান। মূলত সেই কারণেই গানটি লিখেছি। নিজের বুথে সবাই মিলে বসে গল্পে গল্পে কীভাবে পাড়ার চাহিদা মেটানো যায় মূলত সেটাই তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে।
  • Link to this news (বর্তমান)