৪৯ কোটি টাকার প্রতারণা! নদীয়া থেকে পাকড়াও দুই ‘গুণধর’
বর্তমান | ১৯ আগস্ট ২০২৫
সংবাদদাতা, কল্যাণী: এক লক্ষ, দু লক্ষ বা এক কোটিও নয়, একেবারে ৪৯ কোটি টাকার প্রতারণার অভিযোগ! ঘটনায় নদীয়ার কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিসের হাতে পাকড়াও হল ২ অভিযুক্ত।জানা গিয়েছে, অন্যের ডকুমেন্ট দিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে লোন নিচ্ছিল ধৃতরা। গোপন সূত্রে এই খবর পেয়েই বসন্তপুর এলাকা থেকে তাদের পাকড়াও করে গয়েশপুর ফাঁড়ির পুলিস। জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের নাম শুভম রায় ও গণেশ পাল। বাড়ি হুগলির শ্রীরামপুর ও পূর্ব বর্ধমানের নাদনঘাটে। জিজ্ঞাসাবাদের পর সন্দেহ হওয়াতেই পুলিস দুজনকেই গ্রেপ্তার করে।পুলিস সূত্রে খবর, বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ব্যাঙ্ক একাউন্ট খুলে দেওয়ার নাম করে ধৃতরা ডকুমেন্ট সংগ্রহ করত। তারপর সেই অ্যাকাউন্ট থেকে লোন নিয়ে টাকা তুলে নিত। পাকড়াও করার পর আজ, সোমবার তাদের তোলা হয়েছে কল্যাণী আদালতে। এরপর সাইবার ক্রাইম থানার হাতে তাদের তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিস।