• উধাও আস্ত বিধানসভা কেন্দ্র, আতঙ্কে কুলপির ২ লক্ষ ভোটার
    দৈনিক স্টেটসম্যান | ১৯ আগস্ট ২০২৫
  • আসন্ন এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে সামনে এল এক বিস্ফোরক তথ্য। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার ২০০২ সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড হওয়া তালিকায় কুলপি বিধানসভার কোনও উল্লেখই নেই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়েছে তীব্র উদ্বেগ ও আতঙ্ক।

    এই প্রসঙ্গে কুলপির বিধায়ক যোগোরঞ্জন হালদার বলেন, ‘জেলাশাসকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, প্রয়োজনে ২০০৩ সালের ভোটার তালিকা ব্যবহার করে সমস্যার সমাধান করা হবে।’ তবে তিনি স্বীকার করেছেন, মানুষের মধ্যে আতঙ্ক আছে। দ্রুত সমস্যার সমাধান জরুরি। কুলপি ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আশ্বস্ত করেছেন, আতঙ্কের কিছু নেই।

    নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গেও বিশেষ ভোটার তালিকা যাচাই প্রক্রিয়ায় (এসআইআর) শুরু হতে চলেছে। এক্ষেত্রে ভিত্তি হিসেবে নেওয়া হবে ২০০২ সালের ভোটার তালিকা। কিন্তু কুলপি বিধানসভার সেই বছরের ভোটার তালিকার কোনও অস্তিত্বই নেই কমিশনের রেকর্ডে। এই অবস্থায় অনিশ্চয়তার মুখে পড়েছে পড়েছেন প্রায় ২ লক্ষ ভোটার। শুধু কুলপি নয়, অন্যান্য বেশ কয়েকটি বিধানসভার ভোটার তালিকা নিয়েও জটিলতা তৈরি হয়েছে।

    কুলপির এক বাসিন্দার কথায়, ‘শুনেছি এসআইআরের তালিকার উপর ভিত্তি করেই বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ২০০২ সালের তালিকা না পাওয়া গেলে আমাদের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে। ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে বলে আতঙ্ক গ্রাস করেছে।’ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। কুলপি বিধানসভার মানুষের দাবি, নির্বাচন কমিশন দ্রুত এই গাফিলতির সমাধান করুক এবং ভোটার তালিকা প্রকাশ করে সকলকে আশ্বস্ত করুক।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)