• রাখে হরি মারে কে! সেতু থেকে নদীতে পড়ে কচুরিপানায় আটকে অন্ধ ব্যক্তি, ২ ঘণ্টা পর উদ্ধার
    প্রতিদিন | ১৯ আগস্ট ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: এলাকায় ঘুরে ঘুরে লটারি বিক্রি করেন অন্ধ ব্যক্তি। সেতুর উপর দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি নিচে ইছামতী নদীতে পড়ে যান। কোনওরকমে কচুরিপানা ধরে ভেসে থাকতে চেষ্টা করছিলেন তিনি। প্রাণ বাঁচানোর জন্য তিনি আর্তনাদও করছিলেন তিনি। পরে স্থানীয় এক ব্যক্তি সেই সেতু দিয়ে যাওয়ার সময় আর্তনাদ, গোঙানি শুনে তাঁকে দেখতে পান। ঘণ্টা দুয়েক পরে স্থানীয় পুরসভা ও প্রশাসনের চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করল। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। অন্ধ ওই লটারি বিক্রেতার নাম শঙ্কর পাল।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁ এলাকাতেই থাকেন ওই ব্যক্তি। এলাকাতেই ঘুরে ঘুরে লটারি বিক্রি করেন। এদিন দুপুরে তিনি বনগাঁর ইছামতী নদীর উপরে রাখালদাস সেতুর উপর থেকে হেঁটে পার হচ্ছিলেন। সেসময় সেতুকে কেউ যাতায়াত করছিলেন না বলে খবর। সাবধান হয়ে চলার পরেও সেতু থেকে তিনি ইছামতী নদীতে তিনি পড়ে যান। বর্ষাকাল হওয়ার জন্য নদীতে যথেষ্ট জল রয়েছে। কোনওরকমে তিনি নদীতে থাকা কচুরিপানা ধরে প্রাণে বাঁচার চেষ্টা করেন। সেভাবেই তিনি ভেসে থাকার চেষ্টা করছিলেন। বাঁচার জন্য শঙ্কর পাল আর্তনাদও করতে থাকেন।

    বেশ কিছু সময় পরে গৌরী দে ওই সেতু দিয়ে যাচ্ছিলেন। তিনি গোঙানি, আর্তনাদ শুনে খোঁজাখুঁজি শুরু করেন। তখনই ওই ব্যক্তিকে কচুরিপানায় আটকে থাকতে দেখেন তিনি। গৌরী দে-র চিৎকার চেঁচামেচিতে অন্যান্যরা ছুটে যান সেখানে। খবর দেওয়া হয় পুলিশ-প্রশাসনকে। ঘটনাস্থলে যায় পুলিশ ও বনগাঁ পুরসভার সদস্যরা। প্রায় দুই ঘণ্টা পরে ওই ব্যক্তিকে নদী থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। পরে ব্যক্তি জানান, ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে গিয়েছিল। তখনই তিনি মাথা ঘুরে পড়ে যান।
  • Link to this news (প্রতিদিন)