• মধ্যমগ্রাম বিস্ফোরণে আইইডি! নেপথ্যে গভীর ষড়যন্ত্র?
    প্রতিদিন | ১৯ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় বড়সড় নাশকতার ছক! মধ্যমগ্রাম বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে আইইডি! এমনটাই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। রবিবার গভীর রাতে মধ্যমগ্রাম বয়েজ স্কুল সংলগ্ন ‘রবীন্দ্র মুক্ত মঞ্চ’ এলাকায় প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে। আর সেই ঘটনায় ইতিমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে। আর তা খতিয়ে দেখে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তকারীদের অনুমান, বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে আইইডি। তবে তা কম তীব্রতা সম্পন্ন ছিল।

    আর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই শুরু হয়েছে একাধিক জল্পনা। প্রশ্ন উঠছে শান্ত বাংলাকে অশান্ত করতেই মৃত যুবক, উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্র মধ্যমগ্রামে আসে? অন্যদিকে বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ”বড় ষড়যন্ত্র আছে কিনা, কারা জড়িত, কে আছে পুলিশ তদন্ত করছে।”

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে বেশ কিছু তার, ব্ল্যাকটেপ, একটি ডিভাইস সহ কিছু নমুনাও সংগ্রহ করেছেন ফরেন্সিক আধিকারিকরা। সেগুলি আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করছেন আধিকারিকরা।

    অন্যদিকে বিস্ফোরণের মাধ্যমে মধ্যমগ্রাম-সোদপুর রোডের ফ্লাইওভার উড়িয়ে দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। পাশাপাশি একেবারে স্কুলের সামনেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সচ্চিদানন্দের টার্গেটে স্কুলের পড়ুয়ারাও থাকতে পারে বলে আশঙ্কা। সূত্রের খবর, বর্তমানে সচিতানন্দের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে মধ্যমগ্রামে সে মধ্যরাতে কেন এসেছিল, কোথায় থাকছিল সেটিও এখন এসটিএফের নজরে রয়েছে।

    বলে রাখা প্রয়োজন, জঙ্গি নেটওয়ার্ক তৈরির প্রস্তুতি নিচ্ছে জামাত-উল-মুজাহিদিনের (জেএমবি) নেতারা। বাংলার একাধিক জেলা জঙ্গিদের নজরে রয়েছে বলে রাজ্যকে আগেই সতর্ক করে কেন্দ্র। সীমান্ত সংলগ্ন জেলাগুলি জেএমবির টার্গেটে রয়েছে। এর মধ্যেই গত কয়েকমাসে মুর্শিদাবাদ সহ বাংলার একাধিক জেলা থেকে একাধিক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

    জানা যায়, ধৃতরা অনেকেই জেএমবির সক্রিয় সদস্য। এর মধ্যেই অনুপ্রবেশ ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীদের অভিযোগ, শাসকদল তৃণমূল নাকি অনুপ্রবেশে ইন্ধন দিচ্ছে। যদিও শাসকদলের দাবি, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের। বিএসএফের যথেষ্ট নজরদারির অভাবেই অনুপ্রবেশ ঘটছে বলেও অভিযোগ তৃণমূলের। আর এর মধ্যেই মধ্যমগ্রামের বিস্ফোরণের ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। বিশেষ করে শান্ত বাংলাকে অশান্ত করতেই বড়সড় কোনও ষড়যন্ত্রের ছক তৈরি করা হয়েছে?
  • Link to this news (প্রতিদিন)