মুখ, হাত-পা বেঁধে স্বামীকে ‘খুন’, থানায় গিয়ে আত্মসমর্পণ স্ত্রী ও সৎ ছেলের
প্রতিদিন | ১৯ আগস্ট ২০২৫
বাবুল হক, মালদহ: মদ্যপ স্বামীকে ‘খুন’ করল স্ত্রী ও সৎ ছেলে। পরে থানায় গিয়ে দু’জনেই আত্মসমর্পণ করল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানা এলাকায়। মৃতের নাম যদুভূষণ দাস(৪২)। নিহতের স্ত্রী দয়া দাস এবং সৎ ছেলে বিক্রম দাসকে গ্রেপ্তার করেছে ইংলিশবাজার থানার পুলিশ। ধারালো অস্ত্র ও কোদাল দিয়ে কুপিয়ে ওই ব্যক্তিকে মারা হয়েছে বলে অভিযোগ।
রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহ শহরের ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংহকুপ্পা এলাকায়। অভিযুক্তরা পুলিশের কাছে দাবি করেছে, রোজ রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তাদের উপর অত্যাচার চালাতেন ওই যুবক। এ নিয়ে পরিবারের অশান্তি লেগেই থাকত। গতকাল রাতেও একই ঘটনা ঘটে বলে অভিযোগ। রাতেই মা-ছেলে ওই ব্যক্তির হাত-পা, মুখ বেঁধে ফেলে। তারপরই নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ। কোদাল ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয় বলে অভিযোগ। ভোররাতে মা ও ছেলে ইংলিশবাজার থানায় নিয়ে নিজেরাই খুনের কথা জানায়। পুলিশের কাছে আত্মসমর্পণ করেন দু’জনেই। প্রথমে দু’জনের কথা শুনে হতবাক হয়েছিলেন পুলিশ কর্মীরা। পরে ওই এলাকায় যান পুলিশ। ঘর থেকেই উদ্ধার করা হয় ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ।
স্থানীয় বাসিন্দা রাতে কোনও কিছুই টের পায়নি বলে খবর। ওই ব্যক্তির মুখ বাঁধা ছিল বলে ঘরের বাইরে কোনও আওয়াজ পাওয়া যায়নি বলেই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিন ধৃতদের আদালতে তোলা হয়। খুনের কারণ খতিয়ে দেখতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন।