• পুলিশের বিরুদ্ধে ‘উস্কানিমূলক মন্তব্য’, থানায় হাজিরা এড়ালেন BJP-র অশোক দিন্দা
    হিন্দুস্তান টাইমস | ১৯ আগস্ট ২০২৫
  • কলকাতা পুলিশের ডাকে সাড়া দিলেন না বিজেপি বিধায়ক অশোক দিন্দা। সোমবার সোমবার নিউ মার্কেট থানায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। নোটিস পাঠানো হলেও নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও থানায় হাজিরা দেননি ময়নার বিধায়ক। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


    সূত্রে খবর, নবান্ন অভিযান ঘিরেই বিধায়কের বিরুদ্ধে এই মামলা। অভিযোগ, ওই কর্মসূচিতে অশোক পুলিশকর্মীদের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন। তাঁর বক্তব্যের পর পরিস্থিতি অশান্ত হয় এবং বেশ কিছু পুলিশ আহত হন। এরপরই তাঁর বিরুদ্ধে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে আগাম জামিন পান তিনি। আদালত জানায়, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দরকার নেই। তবে তদন্তে সহযোগিতা করতে হবে। একই মামলায় ব্যাঙ্কশাল আদালত থেকেও সোমবার জামিন মিলেছে তাঁর। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই অশোক দিন্দা সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত থানায় হাজিরা দেবেন না। বিজেপির পরিষদীয় দলের দাবি, আদালতের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করলেই যথেষ্ট, শারীরিকভাবে হাজিরা দেওয়া বাধ্যতামূলক নয়। দিন্দার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি কোনও প্ররোচনামূলক মন্তব্য করেননি, শুধুমাত্র দলীয় কর্মীদের মনোবল বাড়াতে বক্তব্য রেখেছিলেন।

    অন্যদিকে, বিজেপির শীর্ষ নেতৃত্ব পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে। সোমবার সকালে সল্টলেকের পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কলকাতা পুলিশ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে মামলা করছে। পার্ক স্ট্রিটের ঘটনাও সবাই দেখেছেন। হাইকোর্ট হস্তক্ষেপ করায় দলের একাধিক বিধায়ক স্বস্তি পেয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, পুলিশের ডাকে হাজিরা না দিয়ে দিন্দা আসলে প্রশাসনকে কড়া বার্তা দিতে চাইছেন। তবে তৃণমূল শিবিরের দাবি, আইন ভাঙার পরও বিজেপি নেতা-নেত্রীরা আদালতের আশ্রয় নিচ্ছেন। এদিকে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিধায়ক তদন্তে সহযোগিতা না করলে তাঁর গতিবিধির উপর বাড়তি নজর রাখা হবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)