নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার রাতে বাইপাসের ধারে এক অভিজাত আবাসনের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। মৃতের নাম রাজেন্দ্রকুমার সিংহল (৭৫)। তিনি স্টেজ-৪ লিভার ক্যান্সারে ভুগছিলেন। অসুস্থতাজনিত অবসাদ থেকেই আত্মহত্যা বলে দাবি পুলিসের। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রগতি ময়দান থানার পুলিস। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।