• রেষারেষির জেরে ফের মা ফ্লাইওভারে উল্টে গেল গাড়ি, বেপাত্তা চালক
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাকভোরে মা ফ্লাইওভারে দুই গাড়ির রেষারেষির জেরে ব্রিজের উপরেই উল্টে গেল একটি গাড়ি। কিন্তু, ওই গাড়ির চালক কোথায় গেলেন? এই ঘটনায় তাজ্জব খোদ পুলিস কর্তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, উল্টে যাওয়া গাড়ির চালক অন্য একটি গাড়িতে চেপে চম্পট দিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি চুরি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে তপসিয়া থানার পুলিস। 

    সোমবার ভোর পৌনে ৫টা নাগাদ মা ফ্লাইওভারের উপর বিশ্বকর্মা বিল্ডিংয়ের কাছে উল্টে একটি গাড়ি। সেই সময় ফ্লাইওভার ফাঁকাই ছিল। কিছুক্ষণ পর পিছন থেকে আসা একটি গাড়ির চালক উল্টে যাওয়া গাড়িটিকে দেখতে পান। তিনি নিজের গাড়ি সাইড করে দেখতে যান, ভিতরে কেউ আটকে রয়েছেন কি না। কিন্তু, আশ্চর্যজনকভাবে কাউকে দেখতে পাননি তিনি। এরপরে তিনি ১০০ ডায়ালে ফোন করে গোটা বিষয়টি জানান। ঘটনাস্থলে পৌঁছয় তপসিয়া থানার পুলিস। গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

    লালবাজার জানিয়েছে, ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, সায়েন্স সিটির দিক থেকে দু’টি গাড়ি খুব দ্রুতগতিতে আসছিল। বিশ্বকর্মা বিল্ডিংয়ের কাছে একে অপরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় একটি গাড়ি। ডানদিকের লেন থেকে সরাসরি বাঁদিকের লেনে ঢুকে গার্ডওয়ালে ধাক্কা মারে গাড়িটি। এরপর প্রায় ১০ ফুট দূরে গিয়ে উল্টে যায়। রেষারেষি করা অন্য গাড়িটি খানিকটা এগিয়ে গিয়ে থামে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক ওই গাড়িতে করে চম্পট দেয়। কিন্তু, কেন ফেরার হলেন চালক? আহত চালককে কি কোনও হাসপাতালে ভর্তি করা হয়েছে? গাড়ির নম্বর প্লেট যাচাই করে মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তদন্তকারীরা। রাতে এই খবর লেখা পর্যন্ত যোগাযোগ করা যায়নি বলে জানা গিয়েছে। এখানেই পুলিসের সন্দেহ, তাহলে কি গাড়িটি চুরি করা হয়েছিল? সবদিক খোলা রেখেই তদন্ত চালাচ্ছে তপসিয়া থানার পুলিস।
  • Link to this news (বর্তমান)