বাসে হারানো ফোন ব্যবহার করে তিন লক্ষ টাকা প্রতারণা, গ্রেপ্তার অভিযুক্ত
বর্তমান | ১৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অফিস যাওয়ার সময় বাসের মধ্যে ফোন হারিয়েছিলেন এক যুবক। সেই হারানো ফোন ব্যবহার করে ৩ লক্ষ টাকার প্রতারণা করা হয় তাঁকে। মোবাইল ব্যাঙ্কিংয়ের পিন নম্বর বদল করে দেড় লক্ষ টাকা হাতিয়েছিল প্রতারকরা। সেই সঙ্গে ই-কর্মাস থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করে দেড় লক্ষ টাকার আইফোনও কিনেছিল। ওই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল টেকনোসিটি থানার পুলিস। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম পিনাকী বাগ। লেকটাউন থানার পাতিপুকুর এলাকায় তার বাড়ি।
পুলিস সূত্রে জানা গিয়েছে, নিউটাউনে অফিসে যাওয়ার পথে গত ২৪ জুন বাসের মধ্যে ফোন হারিয়ে ফেলেন প্রতারিত যুবক। এনিয়ে তিনি একটি জেনারেল ডায়েরিও করেন স্থানীয় থানায়। হারানো বা চুরি যাওয়া ফোনটি কোনওভাবে প্রতারকদের কাছে পৌঁছয়। প্রতারকরা ‘গুগল পাসকি’ ব্যবহার করে প্রথমে জি মেলের পাসওয়ার্ড বদল করে। তারপর মোবাইল ব্যাঙ্কিংয়ের ছয় ডিজিটের ‘এম পিন’ বদল করে গত ২৬ জুন তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৫১ হাজার ৬৪২ টাকা তুলে নেয় প্রতারকরা। ফোনে থাকা ই-কমার্স অ্যাকাউন্ট থেকে তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতারকরা ১ লক্ষ ৫১ হাজার ৯৭৯ টাকা দামের একটি আইফোন কেনে। গত ২ জুলাই টেকনোসিটি থানায় সাইবার প্রতারণার অভিযোগ দায়ের করেন যুবক। তদন্তে নেমে পুলিস অভিযুক্তকে চিহ্নিত করে। ডিজিটাল তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিস।