• জাত তোলার অভিযোগের প্রমাণ নেই, আদালতে অব্যাহতি পেলেন স্কুলশিক্ষক
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলের চতুর্থ শ্রেণির এক কর্মীকে জাত তুলে ‘ছোট’ করার অভিযোগ উঠেছিল এক শিক্ষকের বিরুদ্ধে। কিন্তু আদালতে সেই অভিযোগ প্রমাণিত হয়নি। তাই জামিনে থাকা অঙ্কের ওই শিক্ষককে মামলা থেকে রেহাই দিল আদালত। সোমবার কলকাতার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা ওই আদেশ দেন। উত্তর কলকাতার শ্যামপুকুর থানার নন্দলাল বোস লেনে অবস্থিত স্কুলটির অঙ্কের শিক্ষক কৌশিক মুখোপাধ্যায় এদিন বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। আদালতের রায়েই তা প্রমাণিত হয়ে গেল। ন্যায় বিচার পেয়ে ভালো লাগছে। সত্যের জয় হল।’

    আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ডিসেম্বর মাসে শ্যামপুকুর থানায় এই অভিযোগ দায়ের করেন স্কুলের চতুর্থ শ্রেণির ওই কর্মী। তফসিলি জাতি‑উপজাতি সংক্রান্ত আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়। পুলিস তদন্তে নেমে স্কুলের একাধিক শিক্ষকের বয়ান নথিভুক্ত করে। মুক্তিপ্রাপ্ত শিক্ষকের আইনজীবী ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় এদিন বলেন, ‘যে শিক্ষকদের বয়ান পুলিস নিয়েছিল, তাঁদের মধ্যে কয়েকজন আদালতে গোপন জবানবন্দিও দেন। সেখানে তাঁরা ওই অভিযোগ ভিত্তিহীন বলে জানান।’ তদন্ত শেষ করে পুলিস চার্জশিট পেশ করে। চার্জ গঠনের শুনানি পর্বে অভিযুক্তের কৌঁসুলি তাঁর মক্কেলকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানান। দীর্ঘ শুনানি চলাকালীন উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক অব্যাহতি দেন অভিযুক্ত শিক্ষককে।                                                                                     
  • Link to this news (বর্তমান)