• হাসনাবাদে ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজি, অসুস্থ মহিলা
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজি। তার তীব্র আওয়াজে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে রবিবার, হাসনাবাদের জামবেড়িয়া এলাকায়। খবর দেওয়া হয় হাসনাবাদ থানার পুলিসকে। এলাকার বাসিন্দা জাভেদ আলি সর্দার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর বাড়িতে রবিবার রাত একটা নাগাদ দুষ্কৃতীরা বোম ছোড়ে। তীব্র আওয়াজে সকলের ঘুম ভেঙে যায়। আশপাশের লোকজন ছুটে আসেন। সেই আওয়াজে বাড়ির এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কে বা কারা এই ঘটনা ঘটাল, তা বলতে পারেননি বাড়ির লোকেরা। এই বিষয়ে জাভেদ আলি সর্দার বলেন, বেশ কিছুদিন ধরেই দুষ্কৃতীরা এলাকায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। পুলিস প্রশাসন সেইভাবে ব্যবস্থাও নিচ্ছে না। পুলিসের কাছে অভিযোগ জানানো হয়েছে। তারা সঠিকভাবে তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিক। আর হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এসকেন্দার গাজি বলেন, পুলিস তদন্ত করছে। দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)