নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এলাকায় কোনও কাজ করেননি তিনি। হয়নি উন্নয়নও। এই সব অভিযোগ তুলে খোদ কাউন্সিলার তথা চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য সোনালি রায়ের বিরুদ্ধে সরব হলেন এলাকাবাসীরা। সোমবার ২৫ নম্বর ওয়ার্ডে একটি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে তাঁরা তীব্র বিক্ষোভ দেখালেন। বিক্ষোভকারীরা মূলত ছিলেন মহিলা। কাউন্সিলার সেই শিবিরে এলে বিক্ষোভের মাত্রা আরও তীব্র হয়। এমনকী আন্দোলনকারীরা সোনালিদেবীকে বয়কটের ডাকও দেন। বিকেল পর্যন্ত উত্তেজনা ছিল ওই ক্যাম্পে।
বিক্ষোভকারীরা বলেন, এলাকায় রাস্তা খারাপ। আরও যেসব কাজ করা দরকার, তার কোনওটাই তিনি করেননি। বাড়িতে গেলে অপমান করা হয়। ক্যাম্পে যতক্ষণ কাউন্সিলার ছিলেন, বিক্ষোভকারীরাও সেখান থেকে যাননি। এদিকে, বিক্ষোভকারীদের অনেকেই আবার তৃণমূল কর্মী বলে পরিচিত। এদিনের ঘটনা তাই গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই রাজনৈতিক মহল মনে করছে। বেলায় ওই ক্যাম্পে হাজির হন পুরসভার চেয়ারম্যান পল্লব দাস। তাঁকে ঘিরেও কাউন্সিলারের বিরুদ্ধে নালিশ জানাতে থাকেন বিক্ষোভকারীরা। চেয়ারম্যান দাঁড়িয়ে সবার কথা শোনেন। শিবির ঘুরে বেরনোর পর তিনি সংবাদমাধ্যমকে বলেন, তাঁর কাছে অভিযোগ এলে খতিয়ে দেখবেন। এদিনের ঘটনা প্রসঙ্গে সোনালিদেবী বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। সেটা দল বা প্রশাসনের কাছে জানানো হোক। কিন্তু শিবিরের ক্ষতি করাটা ঠিক না। অনেক মানুষ আতঙ্কে আসতে পারেননি। নিজস্ব চিত্র